Advertisement
Advertisement

ফের বিতর্কে আপ নেতা আশুতোষ

এই ধরনের মন্তব্য করার জন্য তাঁর বিরুদ্ধেও পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়৷

Ashutosh states police action as ‘infringement’
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 6, 2016 3:07 pm
  • Updated:September 6, 2016 3:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আম আদমি পার্টির নেতা আশুতোষ ফের সরব হলেন৷ প্রসঙ্গত মন্ত্রী সন্দীপ কুমারের সেক্স ভিডিও সংক্রান্ত ঘটনায় মন্ত্রীকে সমর্থন করেই আশুতোষ জানিয়েছিলেন ভিডিওতে জোর করে কিছু করার মত ফুটেজ দেখা যায়নি৷ এই বয়ানের পর বিতর্কের ঝড় ওঠে৷ এমনকি এই ধরনের মন্তব্য করার জন্য তাঁর বিরুদ্ধেও পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়৷

এই অভিযোগের প্রসঙ্গে আশুতোষ বলেন এই ধরনের পদক্ষেপকে তিনি ভাব প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ বলেই মনে করছেন৷ এবং সাধারণ মানুষের কন্ঠরোধ করার প্রয়াস চলছে সমাজে তারই নিদর্শন এই অভিযোগ৷ মিডিয়াকে কটাক্ষ করে উনি বলেন যে মিডিয়াও সত্য ঘটনা জানার চেষ্টা না করে সাজানো ঘটনাই পরিবেশন করছে৷

Advertisement

আশুতোষ নিজের ব্লগে স্পষ্টভাবে জানিয়েছেন, যে ভিডিও ফুটেজের পরিপ্রেক্ষিতে পুরো ঘটনা, সেখানে একজন প্রাপ্তবয়স্ক নারী পুরুষের কিছু ঘনিষ্ঠ মুহূর্ত ধরা পড়েছে৷ এবং ফুটেজ দেখে তারা যে একে অপরকে চেনে এবং নিজেদের ব্যক্তিগত স্থানে যৌনক্রিয়ায় লিপ্ত হন তাও পরিষ্কার৷ আশুতোষের প্রশ্ন তাহলে সম্মতি থাকলেও এক যুগল ব্যক্তিগত ঘনিষ্ঠ সময় কাটালেই কী তা অপরাধ?

প্রসঙ্গে বলে রাখা দরকার যে মন্ত্রী সন্দীপ কুমারের বিরুদ্ধে একবছর আগে জোর করে ধর্ষণের অভিযোগ এনেছে ওই মহিলাই৷

জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন এই বিষয়ে মন্তব্য করে বলেন ঘটনাটি দুর্ভাগ্যজনক যে একজন ধর্ষণে অভিযুক্ত ব্যক্তিকে আশুতোষ সাহায্য করছেন৷ এই রাজনৈতিক দলের একাধিক নেতৃত্ব এধরনের বিভিন্ন ঘটনার সাথে জড়িত বলেও খবর পাওয়া যাচ্ছে ফলে সেই দলেরই মুখপাত্র হয়ে এরকম মন্তব্য করে আদতে  পুরুষতান্ত্রিকতার নিদর্শন দিচ্ছেন আশুতোষ৷

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement