Advertisement
Advertisement
Modi Gehlot

রাজস্থানে মোদির কর্মসূচি নিয়ে রাজনৈতিক চাপানউতোর, ‘বাদ’ মুখ্যমন্ত্রী গেহলটের ভাষণ

সাফাই দিল প্রধানমন্ত্রীর দপ্তর।

Ashok Gehlot speech canceled at PM Modi event, PMO clarifies | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:July 27, 2023 12:20 pm
  • Updated:July 27, 2023 12:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিধানসভা নির্বাচনের আগেই রাজস্থানে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। কিন্তু মোদির অনুষ্ঠানের অতিথি তালিকা থেকে বাদ দেওয়া হল রাজ্যের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের (Ashok Gehlot) নাম। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সাফ জানিয়ে দেওয়া হয়, এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না গেহলট। তাই বাধ্য হয়ে টুইট করেই প্রধানমন্ত্রীকে স্বাগত জানান রাজস্থানের মুখ্যমন্ত্রী। সেই টুইট প্রকাশ্যে আসতেই অবশ্য সাফাই দিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর।

বৃহস্পতিবার রাজস্থানের (Rajasthan) সিকারে বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। প্রথমে জানা ছিল, সেই অনুষ্ঠানে মিনিট তিনেকের জন্য বক্তব্য রাখবেন গেহলট। কিন্তু পরে অনুষ্ঠানের সূচি থেকে বাদ দেওয়া হয় রাজস্থানের মুখ্যমন্ত্রীর বক্তব্য। সেই কথা জানতে পেরেই টুইটে সরব হন গেহলট। তিনি বলেন, যেহেতু মঞ্চ থেকে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর অনুমতি মেলেনি তাই টুইট করেই নিজের রাজ্যে মোদিকে অভ্যর্থনা জানাতে হচ্ছে। 

Advertisement

[আরও পড়ুন: চোখের চিকিৎসার জন্য সস্ত্রীক বিদেশ গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়]

প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর পাশাপাশি রাজ্যের দাবি-দাওয়াও তুলে ধরেন গেহলট। টুইট করে পাঁচটি দাবির বিষয়ে বিস্তারিত লেখেন তিনি। সেই সঙ্গে গেহলট বলেন, “আশা করি রাজস্থানের এই দাবি নিয়ে ইতিবাচক পদক্ষেপ করবেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবারের অনুষ্ঠানেই এই বিষয়গুলি নিয়ে তিনি প্রতিশ্রুতি দেবেন বলেই আশা করি।”

গেহলটের এই টুইট প্রকাশ্যে আসার পরেই পালটা দেয় প্রধানমন্ত্রীর দপ্তর। তাদের দাবি, রাজস্থানের মুখ্যমন্ত্রীর দপ্তর থেকেই জানানো হয়েছিল অসুস্থতার কারণে অনুষ্ঠানে থাকতে পারবেন না গেহলট। পরে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে টুইট করে জানানো হয়, অনুষ্ঠানে সসম্মানে আমন্ত্রিত গেহলট। নির্দিষ্ট সময়ে বক্তব্যও রাখবেন তিনি। প্রধানমন্ত্রীর দপ্তরের দাবি, কয়েকদিন আগেই চোট পেয়েছেন গেহলট তাই তাঁর দপ্তর থেকেই বলা হয়েছিল মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে থাকতে পারবেন না। সেই ভিত্তিতেই অনুষ্ঠানসূচি থেকে বাদ দেওয়া হয়েছিল গেহলটের মন্তব্য।

[আরও পড়ুন: হিডকোর প্লট বিক্রি প্রতারকচক্রের! রেজিস্ট্রেশনের পর আটকাল মিউটেশনে]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement