Advertisement
Advertisement

Breaking News

Ashok Gehlot

‘মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে চাই, কিন্তু…’, ভোটের মুখে বিস্ফোরণ অশোক গেহলটের

দ্বন্দ্বের জেরে এখনও রাজস্থানের প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেনি কংগ্রেস।

Ashok Gehlot said he wants to leave the Chief Minister post, but the post doesn't let me go | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:October 19, 2023 4:39 pm
  • Updated:October 20, 2023 1:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দলীয় কোন্দলই কি রাজস্থানে ডোবাবে কংগ্রেসকে? ভোটের বাকি আর মাসখানেক। এখনও গেহলট এবং পাইলটের (Sachin Pilot) দ্বন্দ্বের জেরে রাজস্থানের প্রার্থী তালিকাই ঘোষণা করতে পারেনি হাত শিবির। এবার অশোক গেহলট যা বললেন, তাতে কংগ্রেস শিবিরে টানাপোড়েন আরও বাড়তে পারে।

একই সঙ্গে মধ্যপ্রদেশ, ছত্তিশড়, তেলেঙ্গানা, মিজোরাম এবং রাজস্থানের ভোট ঘোষণা করেছে নির্বাচন কমিশন (Election Commission)। এর মধ্যে রাজস্থানের ভোট হবে ২৫ নভেম্বর। এই পাঁচ রাজ্যের মধ্যে চার রাজ্যেই প্রার্থী তালিকা ঘোষণা করেছে কংগ্রেস। কিন্তু রাজস্থানের প্রার্থী তালিকা এখনও ঘোষিত হয়নি। বুধবার দিনভর বৈঠকের পরও প্রার্থী তালিকা চূড়ান্ত করা যায়নি। নেপথ্যে পাইলট-গেহলট দ্বন্দ্ব।

Advertisement

[আরও পড়ুন: চতুর্থীর রাতেও দুষ্কৃতী দৌরাত্ম্য হাবড়ায়! টাকার ব্যাগ ছিনতাইয়ে বাধা দেওয়ায় ব্যবসায়ীকে গুলি

মুখ্যমন্ত্রিত্বের পদ নিয়েই মূল বিবাদ শচীন পাইলট এবং অশোক গেহলটের (Ashok Gehlot)। কংগ্রেস এবার সরকারিভাবে রাজস্থানের জন্য কোনও মুখ্যমন্ত্রীর মুখ ঘোষণা করেনি। কিন্তু বকলমে গেহলট বুঝিয়ে দিয়েছেন, রাজ্যে ক্ষমতায় ফিরলে মুখ্যমন্ত্রী তিনিই হবেন। এদিন সেই একই ইঙ্গিত গেহলট দিলেন। তিনি এদিন এক সাংবাদিক বৈঠকে হাসির ছলে বলে দিলেন, আমি মুখ্যমন্ত্রীর কুরসি ছেড়ে দিতে চায়। কিন্তু মুখ্যমন্ত্রীর পদ আমাকে ছাড়তে চায় না।

[আরও পড়ুন: ক্ষিপ্ত হাতির হানায় মৃত দুই বৃদ্ধ, পরিবার পিছু ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য মুখ্যমন্ত্রীর

গেহলটের বক্তব্য, মুখ্যমন্ত্রীর কুরসি তাঁকে ডাকছে। অর্থাৎ বৃদ্ধ রাজপুত বকলমে বুঝিয়ে দিলেন, কংগ্রেস (Congress) ক্ষমতায় ফিরলে ওই কুরসির দাবিদার তিনিই। এখন গেহলটের এই মন্তব্যে পাইলট শিবির যে ফের গোঁসা করবে না, সেটা কে বলতে পারে?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement