Advertisement
Advertisement
Ashok Gehlot

দিনরাত নিন্দা করেন রাহুল, সেই আদানিকেই ‘ভাই’ সম্বোধন গেহলটের!

'বিনিয়োগ করতে এলে আম্বানি বা জয় শাহকেও স্বাগত', বলছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী।

Ashok Gehlot referred to Gautam Adani as 'Gautam bhai', BJP digs। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:October 8, 2022 4:19 pm
  • Updated:October 8, 2022 4:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যে কোনও বিনিয়োগকারীকেই স্বাগত রাজস্থানে (Rajasthan)। সে তিনি গৌতম আদানি (Gautam Adani) বা মুকেশ আম্বানি হোন বা অমিত শাহর পুত্র জয় শাহ। এভাবেই রাজস্থানে শিল্পের আহ্বান জানাতে দেখা গিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী অশোক গেহলটকে (Ashok Gehlot)। শুক্রবারই রাজস্থানে ৬৫ হাজার কোটি টাকার বিনিয়োগের ঘোষণা করেছেন আদানি। একমঞ্চে দেখা গিয়েছে গেহলট-আদানিকে। সেখানে আদানিকে ‘ভাই’ সম্বোধনও করেছেন বর্ষীয়ান রাজনীতিক। স্বাভাবিক ভাবেই এমন সুযোগকে হাতছাড়া করেনি বিজেপি। গেরুয়া শিবিরের খোঁচা, যেখানে রাহুল গান্ধী-সহ কংগ্রেস নেতারা আদানি-আম্বানিকে বিজেপির ‘বন্ধু’ বলে খোঁচা মারেন, সেখানে গেহলটের এহেন আচরণ থেকে পরিষ্কার ‘প্রতিপক্ষ’ই এখন ‘বন্ধু’ হয়ে গিয়েছে কংগ্রেসের।

শুক্রবারের অনুষ্ঠানে গেহলটের মুখে শোনা গিয়েছে গুজরাট প্রশস্তি। তাঁর কথায়, ”গুজরাট মহান শিল্পপতি ও ব্যবসায়ীদের জন্ম দিয়েছে। ধীরুভাই আম্বানি থেকে আজকের গৌতম আদানি।” ওই অনুষ্ঠানে দু’জনের পাশাপাশি বসে থাকার ছবিও ছড়িয়ে পড়েছে নেট ভুবনে।

Advertisement

[আরও পড়ুন: বর্ণভেদ এবং জাতিভেদ প্রথা ছুঁড়ে ফেলে দেওয়া উচিত, বলছেন RSS প্রধান]

এমন সুযোগকে হাতছাড়া করেনি গেরুয়া শিবির। রাজস্থানের বিজেপি সভাপতি সতীশ পুনিয়ার টুইটারে খোঁচা, ‘প্রতিপক্ষ আজ বন্ধু হয়ে গেল! টাকার আশায় ওরা নিজেদের পথই বদলে ফেলেছে।’ এদিকে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যও কটাক্ষ করেছেন গেহলট-সহ কংগ্রেসকে। টুইটারে তাঁকে লিখতে দেখা গিয়েছে, ‘গান্ধীদের বিরুদ্ধে বিদ্রোহ ও অসন্তোষের আরেকটি চিহ্ন এটাই। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট গৌতম আদানিকে বিনিয়োগকারীদের সম্মেলনে আহ্বান জানিয়েছেন। এটা রাহুল গান্ধীর কাছে খোলা বার্তা, যিনি আদানি-আম্বানির নিন্দা করে চলেন অক্লান্ত ভঙ্গিতে।’

যদিও বিজেপির এহেন খোঁচার জবাব দিয়েছেন রাহুল (Rahul Gandhi)। ‘ভারত জোড়ো যাত্রা’র ফাঁকেই প্রাক্তন কংগ্রেস সভাপতিকে বলতে শোনা গিয়েছে, ‘আমি কর্পোরেট বা ব্যবসায়ীদের বিরুদ্ধে নেই। তবে ব্যবসা একচেটিয়া হলে তা দেশকেই দুর্বল করে দেয়।’ তাঁর বক্তব্য, যেহেতু রাজস্থানে আদানির বিনিয়োগে সরকার কোনও সাহায্য করেনি। তাই এর বিরোধিতা করছেন না তিনি।

[আরও পড়ুন: জীবনে সুখসমৃদ্ধি চান? লক্ষ্মীপুজোয় এই কাজগুলি ভুলেও করবেন না]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement