Advertisement
Advertisement

মরণোত্তর অশোক চক্রে ভূষিত হলেন শহিদ হাংপন দাদা

এই ভিডিওটি দেখলে বুঝবেন, কেন আজও হাংপন দাদাকে 'মিস' করেন তাঁর সতীর্থরা৷

Ashok Chakra awarded to Havildar Hangpan Dada posthumously
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 26, 2017 8:26 am
  • Updated:January 26, 2017 8:26 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৬৮ তম সাধারণতন্ত্র দিবসে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কাছ থেকে মরণোত্তর সম্মান পেলেন শহিদ হাবিলদার হাংগপন দাদা৷ তাঁকে দেশের সর্বোচ্চ শৌর্য পুরস্কার অশোক চক্রে ভূষিত করা হল বৃহস্পতিবার৷ হাংগপন দাদার হয়ে রাষ্ট্রপতি পুরস্কার গ্রহণ করেন তাঁর স্ত্রী চাসেন লোয়াং৷ স্বামীর হয়ে পুরস্কার গ্রহণের সময় তাঁর চোখে দেখা গেল জল৷ লোয়াং যখন এই পুরস্কার গ্রহণ করছেন, সেই সময় কার্যত নীরব হয়ে পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিশেষ অতিথি মহম্মদ বিন জায়েদ আল নাহইয়ানও যেন শোক জ্ঞাপন করলেন৷

গতবছরের মে মাসে জম্মু ও কাশ্মীরে পাক জঙ্গিদের সঙ্গে তীব্র গুলির লড়াইয়ে শহিদ হন হাবিলদার হাংগপন দাদা৷ তবে জঙ্গিদের গুলিতে মাটিতে লুটিয়ে পড়ার আগে তিনজন জঙ্গিকে একাই নিকেশ করেছিলেন তিনি৷ আর তাই আজ তাঁকে সাহসিকতা ও শৌর্যের জন্য দেশের সর্বোচ্চ পুরস্কার প্রদান করা হল৷ ২৬ মে নওগম সেক্টরে জঙ্গিদের একেবারে কাছ থেকে গুলির শিকার হন অসম সাহসী এই জওয়ান৷ তাঁর জন্যই আরেক জঙ্গিকেও শেষ পর্যন্ত নিকেশ করা সম্ভব হয়৷ সেই অমর জওয়ানকে আজ গোটা দেশবাসী সশ্রদ্ধ প্রণাম জানায়৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement