ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিমানের মধ্যে পুলিশকে আঙুল উঁচিয়ে হুমকি আসারাম বাপুর! আদালত থেকে ৭ দিনের ছুটি পেয়ে চিকিৎসা করাতে মুম্বই যাচ্ছিলেন ধর্ষণের অপরাধে জেলবন্দি আসারাম। মঙ্গলবার যোধপুর থেকে মুম্বইগামী বিমানে ঘটে এই ঘটনা। আসারামের পুলিশকে হুমকি দেওয়ার ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোশাল মিডিয়ায়।
ধর্ষণের অপরাধে যাবজ্জীবন সাজা খাটছেন স্বঘোষিত ধর্মগুরু আসারাম বাপু। গত মার্চ মাসে শারীরিক অসুস্থতার যুক্তি দিয়ে জামিন চেয়েছিলেন তিনি। সেই মতো ৮৫ বছরের আসারামকে ৭ দিনের জন্য প্যারোলে মুক্তি দেয় রাজস্থান হাই কোর্ট। মঙ্গলবার চিকিৎসার জন্য তাঁকে মহারাষ্ট্রে উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। মঙ্গলবার যোধপুর থেকে মুম্বইগামী বিমানে উঠেই স্বমেজাজে ফেরেন আসারাম। আঙুল উঁচিয়ে পুলিশ এবং যাত্রীদের সামনে কথা বলতে শুরু করে ধর্ষণে অভিযুক্ত এই স্বঘোষিত ধর্মগুরু। যদিও তিনি ঠিক কী বলছিলেন তা ভিডিওতে শোনা যায়নি। তবে তাঁর কথা বলার অভিব্যক্তি দেখে স্পষ্ট অনুমান করা যায়, পাশে দাঁড়ানো পুলিশ আধিকারিকের উপর তিনি রীতিমতো ক্ষুব্ধ। যাত্রীদের মধ্যেই কোনও একজন ক্যামেরাবন্দি করেন গোটা ঘটনা।
जोधपुर।
फ्लाइट में बैठते ही आसाराम ने दिखाए तेवर
आसाराम अपने पुराने अंदाज में आए नज़र
आसाराम पुलिस के जवानों और समर्थकों को निर्देशित करते आए नज़र
आसाराम का वीडियो आया सामने
वीडियो हुआ वायरल#Jodhour #जोधपुर pic.twitter.com/5ZPp6MuTmi— VIJAY KUMAR (@vijaykumarbmr) August 28, 2024
২০১৩ সালে নিজের আশ্রমে এক নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগ ওঠে আসারামের বিরুদ্ধে। ২০১৮ সালে রাজস্থানের জয়পুরের একটি আদালত আসারামকে দোষী সাব্যস্ত করে। তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। ২০২২ সালে রাজস্থান হাই কোর্টে জামিনের আর্জি জানান আসারাম। উচ্চ আদালত তা খারিজ করে দিলে ২০২৩ সালে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি। গত সেপ্টেম্বরে আসারামের জামিনের আর্জি খারিজ করে দেয় শীর্ষ আদালত। এর পর থেকে জেলই ঠিকানা ওই স্বঘোষিত ধর্মগুরুর।
গত মার্চ মাসে জামিন এবং সাজায় স্থগিতাদেশ চেয়ে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন আসারাম। তার আগে ফেব্রুয়ারি মাসে বুকে প্রবল ব্যথার কারণে তড়িঘড়ি যোধপুর এইমস নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। যদিও জামিন দেয়নি আদালত। এর পর চলতি মাসে রাজস্থান হাই কোর্ট অশীতিপর ধর্মগুরুর অসুস্থতার যুক্তিতে মান্যতা দেয়। অল্প সময়ে বারবার অসুস্থ হওয়ায় আসারাম বাপুকে ৭ দিনের জন্য প্যারলে মুক্তি দেওয়া হয়। সেই চিকিৎসার জন্য মঙ্গলবার মহারাষ্ট্রে যাচ্ছিলেন তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.