সোমনাথ রায়, নয়াদিল্লি: সংসদ অধিবেশনের প্রথম দিন শপথ নেওয়ার সময় হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়েইসির মুখে শোনা গেল ‘জয় প্যালেস্টাইন’ স্লোগান। তাঁর এহেন স্লোগান ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে। যা নিয়ে ওয়েইসির (Asaduddin Owaisi) ব্যাখ্যা, সংবিধানে এমন কোনও বিধান নেই যা তাঁকে ‘জয় প্যালেস্টাইন’ বলা থেকে নিবৃত্ত করতে পারে।
পঞ্চমবারের জন্য হায়দরাবাদের সাংসদ হয়েছেন ওয়েইসি। নিকটতম প্রতিদ্বন্দ্বী মাধবী লতাকে ৩ লক্ষেরও বেশি ভোটে হারিয়ে দিয়েছিলেন তিনি। এই পরিস্থিতিতে মঙ্গলবার শপথগ্রহণের সময়ই বিতর্ক ঘনাল তাঁর স্লোগান ঘিরে। তিনি শপথ নেওয়ার সময় বিজেপি (BJP) সাংসদরা ‘জয় শ্রীরাম’ বলে স্লোগান দিতে থাকেন। এই স্লোগানে কিছুটা অপ্রস্তুত হয়ে ওয়েইসি উর্দুতে শপথ নেওয়ার পরই স্লোগান দিতে থাকেন ‘জয় ভীম, জয় মিম, জয় তেলেঙ্গানা, জয় প্যালেস্টাইন’ বলে। পরে এর ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, ”প্রত্যেকেই অনেক কিছু বলছে। আমি কেবল বলেছি, জয় ভীম, জয় মিম, জয় তেলেঙ্গানা, জয় প্যালেস্টাইন। এতে কী করে বিরোধিতা হতে পারে, দেখান তো সংবিধানে এই নিয়ে কী বিধান রয়েছে।” ২০১৯ সালে ওয়েইসি শপথ নেওয়ার সময় বলেছিলেন, ”জয় ভীম, আল্লা-ও-আকবর, জয় হিন্দ।”
#WATCH | On his words while taking the oath, AIMIM president and MP Asaduddin Owaisi says, “Everyone is saying a lot of things…I just said “Jai Bhim, Jai Meem, Jai Telangana, Jai Palestine”…How it is against, show the provision in the Constitution…” https://t.co/dirMZIMYtX pic.twitter.com/m6eOGYQDrZ
— ANI (@ANI) June 25, 2024
এদিকে ওয়েইসির স্লোগান ঘিরে বিতর্ক ঘনিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি সাংসদ জি কিষান রেড্ডি দাবি করেছেন, ওয়েইসির এহেন স্লোগান সংবিধান-বিরোধী। তাঁর কথায়, ”একদিকে তিনি সংবিধানের নামে শপথ নিচ্ছেন। অন্যদিকে সংবিধানবিরোধী স্লোগান দিচ্ছেন! ওয়েইসির আসল মুখ প্রকাশ্যে এসেছে। রোজই ওঁরা দেশ ও সংবিধান-বিরোধী ইস্যুগুলি তোলেন।” এদিকে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুও ওয়েইসির বিরোধিতা করেছেন। তাঁকে বলতে শোনা গিয়েছে, ”আমরা কোনও দেশের সমর্থক বা বিরোধী নই। কিন্তু এই কক্ষে অন্য কোনও দেশের নামে স্লোগান দেওয়া ঠিক নয়।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.