Advertisement
Advertisement

Breaking News

Asaduddin Owaisi

‘ভারতে মুসলিমদের অচ্ছুৎ করে রাখা হয়েছে’, মোদি সরকারের বিরুদ্ধে বিস্ফোরক ওয়েইসি

'উত্তরাখণ্ডে ১৫টি মুসলিম পরিবারকে সামাজিকভাবে বহিষ্কার করা হয়েছে', অভিযোগ ওয়েইসর

Asaduddin Owaisi said muslims have been made untouchable in India
Published by: Amit Kumar Das
  • Posted:October 20, 2024 6:18 pm
  • Updated:October 20, 2024 6:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মিম প্রধান আসাদুদ্দিন ওয়েইসির। উত্তরাখণ্ডের চামোলির এক ঘটনার প্রসঙ্গ তুলে দাবি করলেন, বিজেপি সরকারের আমলে দেশে মুসলমানদের অচ্ছুৎ করে রাখা হয়েছে। তাঁর এহেন দাবিতে স্বাভাবিকভাবেই শোরগোল শুরু হয়েছে জাতীয় রাজনীতিতে।

উত্তরাখণ্ডের চামেলিতে বেশ কিছু মুসলিম পরিবারকে সামাজিকভাবে বহিষ্কার করা হয়েছে বলে অভিযোগ তুলে রবিবার এক্স হ্যান্ডেলে সরব হল ওয়েইসি। তিনি লেখেন, ‘মুসলমানদের ভারতে অচ্ছুৎ করে দেওয়া হয়েছে। উত্তরাখণ্ডের চামোলিতে ১৫টি মুসলিম পরিবারকে সামাজিকভাবে বহিষ্কার করা হয়েছে। সেখানকার ব্যবসায়ীরা হুমকি দিয়েছেন ৩১ ডিসেম্বরের মধ্যে মুসলমানদের চামোলি ছাড়তে হবে। কোনও বাড়িওয়ালারা মুসলমানদের বাড়ি দিলে তাদের ১০ হাজার টাকা জরিমানা দিতে হবে।’

Advertisement

একইসঙ্গে তিনি বলেন, ‘এটা সেই উত্তরাখণ্ড যেখানকার সরকার সকলের জন্য একই আইনের নামে ‘ইউনিফর্ম সিভিল কোড’ লাগু করতে চলেছে। তাহলে চামোলির মুসলিমদের সমানাধিকার ও সম্মানের সঙ্গে বেঁচে থাকার অধিকার থাকবে না কেন?’ এহেন অভিযোগের পাশাপাশি সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানায় নিয়ে তিনি বলেন, ‘নরেন্দ্র মোদি আরব দেশে গিয়ে শেখদের আলিঙ্গন করতে পারলে চামোলির মুসলিমদেরও আলিঙ্গন করতে পারেন। সর্বোপরি, নরেন্দ্র মোদি ভারতের প্রধানমন্ত্রী, সৌদি বা দুবাইয়ের নয়।

মুসলিম ইস্যুতে বিজেপি সরকার ও নরেন্দ্র মোদির বিরুদ্ধে আক্রমণ শানানোর পাশাপাশি উত্তরপ্রদেশের আসন্ন উপনির্বাচন নিয়েও এদিন মুখ খোলেন ওয়েইসি। তিনি বলেন, ‘উত্তরপ্রদেশের নির্বাচনে আমরা আপনা দল-এর সঙ্গে জোট বেঁধে নির্বাচন লড়ব। উত্তরপ্রদেশে আমরা মোট ২টি আসনে লড়াই করব। বাকি আসনে আপনা দলের প্রধান আমাদের বোন পল্লবী প্যাটেল সিদ্ধান্ত নেবেন।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement