Advertisement
Advertisement
Asaduddin Owaisi

‘অধিক সন্তানের জন্ম দিলে কি মাসে ১৫০০ টাকা দেবে সরকার?’ ভাগবতকে কটাক্ষ ওয়েইসির

ওয়েইসির দাবি, ধর্মের হিসেবে সবচেয়ে বেশি জনসংখ্যা কমেছে মুসলিমদের।

Asaduddin Owaisi react RSS Chief Mohan Bhagwat population statement
Published by: Amit Kumar Das
  • Posted:December 2, 2024 11:55 am
  • Updated:December 2, 2024 11:55 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অধিক সন্তানের জন্ম দিতে নবদম্পতিদের বার্তা দিয়েছিলেন সংঘপ্রধান মোহন ভাগবত। তাঁর মন্তব্যের পালটা এবার মুখ খুললেন মিম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। রীতিমতো কটাক্ষ করে পালটা প্রশ্ন তুললেন, ‘বেশি সন্তানের জন্ম দেওয়ার জন্য সরকারের তরফে কি কোনও প্রকল্প আনা হচ্ছে? অধিক সন্তানের জন্ম দিলে কি মাসে ১৫০০ টাকা করে দেওয়া হবে?’

রবিবার নাগপুরের এই জনসভায় উপস্থিত হয়ে মোহন ভাগবত জানিয়েছিলেন, “কোনও সন্দেহ নেই যে একটি বিশেষ সম্প্রদায়ের জনসংখ্যা কমতে শুরু করেছে। এটা অত্যন্ত চিন্তার বিষয়। আধুনিক জনসংখ্যা শাস্ত্র বলে যখন কোনও সমাজের জনসংখ্যার হার বা টিএফআর ২.১ শতাংশের নিচে নেমে যায় তখন সেই সমাজ ধংসের মুখে পতিত হয়। তাকে কেউ মারবে না, বরং কোনও সংকটজনক পরিস্থিতি তৈরি হলে সে নিজেই ধ্বংস হয়ে যাবে। ফলে দুইয়ের অধিক সন্তান জন্ম দেওয়া উচিৎ নবদম্পতিদের।”

Advertisement

তাঁর এহেন মন্তব্য প্রকাশ্যে আসতেই এবার এই ইস্যুতে ভাগবতকে কটাক্ষ করলেন ওয়েইসি। তিনি বলেন, “আমি মোহন ভাগবতকে কাছে জানতে চাই, যারা বেশি সন্তানের জন্ম দেবেন তাঁদের কী উপহার দেওয়া হবে? তাঁদের কি সন্তান পিছু মাসে ১৫০০ টাকা করে দেওয়া হবে? যেমনটা ‘লাডলি বহেন’ প্রকল্পে দেওয়া হয়। এই নিয়ে সরকারের তরফে কী কোনও প্রকল্প আনা হচ্চে? এগুলি স্পষ্টভাবে জানানো উচিৎ ভাগবতের।” এর পাশাপাশি ওয়েইসি আরও বলেন, “টিএফআর রেট শুধু হিন্দুদের ক্ষেত্রে কমেনি সব সম্প্রদায়ের কমেছে। ধর্মের হিসেবে সবচেয়ে বেশি টিএফআর কমেছে মুসলিমদের। আমার ৬ সন্তান রয়েছে এটা আমি আগেই জানিয়েছি। নরেন্দ্র মোদিও ৬ ভাই, অমিত শাহরাও ৬ ভাই।”

উল্লেখ্য, কোনও সম্প্রদায়ের নাম না নিলেও মোহন ভাগবতের ওই বার্তা হিন্দু সম্প্রদায়কে উদ্দেশ্য করেই বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ সম্প্রতি এক রিপোর্ট প্রকাশ্যে এসেছে। যেখানে দাবি করা হয়েছে দেশে হিন্দুদের জনসংখ্যা ৭.৮ শতাংশ কমে গিয়েছে। এদিকে জনগণনা না হলেও সাম্প্রতিক রিপোর্টে জানা গিয়েছে চিনকে ছাপিয়ে জনসংখ্যার নিরিখে বিশ্ব তালিকায় শীর্ষে উঠে এসেছে ভারত। বিপুল জনসংখ্যার চাপের মাঝেই দক্ষিনের রাজ্য থেকে বার বার অধিক সন্তান জন্ম দেওয়ার আরজি জানিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন ও অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুরা। এরই মাঝে আরএসএস প্রধানের মন্তব্যে নতুন করে শুরু হল বিতর্ক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement