ফাইল চিত্র।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২২ জানুয়ারি রামমন্দিরের (Ram Mandir) উদ্বোধন নিয়ে মেতে গোটা দেশ। এমনকী অযোধ্যার মন্দির উদ্বোধনের দিন অর্ধদিবস ছুটি ঘোষণা করেছে কেন্দ্রের বিজেপি সরকার। আসমুদ্রহীমাচলে গেরুয়া ঢেউ। তার মধ্যেই বোমা ফাটালেন এআইএমআইএম (AIMIM) প্রধান আসাদউদ্দিন ওয়েইসি (Asaduddin Owaisi)। তিনি বলেন, “বিশেষ কৌশল ব্যবহার করে প্রাতষ্ঠানিক কায়দায় মুসলিমদের থেকে বাবরি মসজিদ কেড়ে নেওয়া হয়েছে।”
কর্নাটকের কালাবুর্গিতে দাঁড়িয়ে ওয়েইসি বলেন, “গত ৫০০ বছর ধরে বাবরি মসজিদ নমাজ পড়ছিল মুসলিমরা। তখন উত্তরপ্রদেশে ক্ষমতায় ছিল কংগ্রেস। মুখ্যমন্ত্রী জিবি পন্তের আমলে মূর্তি প্রবেশ করানো হয়েছিল মসজিদে। নয়ার ছিলেন তৎকালীন অযোধ্যার জেলাশাসক। তিনি মসজিদ বন্ধ করে দেন এবং মূর্তি পুজো শুরুর নির্দেশ দেন। ভিএইচপির প্রতিষ্ঠার সময়েও রামমন্দিরের অস্তিত্ব ছিল না।”
রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের আবহাওয়ায় নিজের মন্তব্যে মহাত্মা গান্ধীকে টানেন মিম প্রধান। বলেন, রামমন্দির সম্পর্কে মহাত্মা গান্ধী কিছু বলেননি। এর পরেই তাঁর মন্তব্য, “রীতিমতো প্রতিষ্ঠানিক কায়দায়, ভারতের মুসলিমদের থেকে রামমন্দির কেড়ে নেওয়া হয়েছে। যদি ১৯৯২ সালে বাবরি মসজিদ ভাঙা না হত, তবে আজকে মুসলিমদের এমন দিন দেখতে হত না।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.