সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে (Arvind Kejriwal) ‘আরএসএস কা ছোটা রিচার্জ’ বলে কটাক্ষ করলেন এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি (Asaduddin Owaisi)। সোমবারই জানা গিয়েছিল আম আদমি পার্টি (AAP) দিল্লিতে সুন্দর কাণ্ড পাঠের আয়োজন করবে প্রতি মাসের প্রথম মঙ্গলবার। তার পরই এই খোঁচা দিলেন ওয়েইসি। তাঁকে পালটা দিল কেজরিওয়ালের দলও।
ঠিক কী বলেছেন হায়দরাবাদের সাংসদ? তাঁকে বলতে শোনা গিয়েছে, ”আরএসএসের ছোটা রিচার্জ প্রতি মাসের প্রথম মঙ্গলবার সুন্দর কাণ্ড পাঠের সিদ্ধান্ত নিয়েছেন দিল্লিতে। ২২ জানুয়ারি রামমন্দিরের উদ্বোধন উপলক্ষে এই সিদ্ধান্ত নিয়েছে আপ। আপনাদের মনে করিয়ে দিই বিলকিস বানো ইস্যুতে ওরা কিন্তু নীরবতা বজায় রেখেছিল। জোর দিয়েছিল স্বাস্থ্য ও শিক্ষা ইস্যুতে। সুন্দর কাণ্ডের শিক্ষা এর মধ্যে কোনটা? আসলে ওরা ন্যায়কে ভয় পায়। সংঘের এজেন্ডাকে সম্পূর্ণ সমর্থন করে। আমরা বাবরি নিয়ে কথাও বলতে পারি না। আপনি কেবল ন্যায়, প্রেম এসবের বাঁশি বাজিয়ে যান। আর সেই সঙ্গে হিন্দুত্বের গলা টিপে মারুন। ওয়াও!”
স্বাভাবিক ভাবেই এমন খোঁচায় ক্ষুব্ধ আপ। দলের সাংসদ রাঘব চাড্ডা বলেছেন, ”কোনও নেতার সার্টিফিকেট লাগবে না। কেজরিওয়াল প্রভু শ্রীরামের পরম ভক্ত। উনি যে কোনও কাজের শুরুতে প্রভু রাম ও বজরং বলীর নাম নেন।” ২২ জানুয়ারি রামমন্দিরের উদ্বোধন। তার আগে দেশজুড়ে বাড়ছে উত্তেজনা। এই পরিস্থিতিতে বাগযুদ্ধে জড়াল দুই রাজনৈতিক দল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.