Advertisement
Advertisement
Uttar Pradesh

আতিকের পর হিটলিস্টে আরও ৬১ গ্যাংস্টার! যোগীর নির্দেশের অপেক্ষায় উত্তরপ্রদেশ পুলিশ

'আর কোনও দুষ্কৃতী হুমকি দেওয়ার সাহস পাবে না', হুঙ্কার যোগীর।

As Yogi govt tightens noose around criminals Now UP Police prepares list of 61 mafias on radar | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:April 18, 2023 3:22 pm
  • Updated:April 18, 2023 3:22 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংবাদমাধ্যমের উপস্থিতিতে পুলিশি ঘেরাটোপে খুন হয়েছেন গ্যাংস্টার রাজনীতিবিদ আতিক আহমেদ (Atiq Ahmed) এবং তার ভাই আশরফ। এই ঘটনার পর যোগীরাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছে। আসরে নেমেছে বিরোধী রাজনৈতিক দলগুলি। একের পর এক এনকাউন্টার ও শুট আউট নিয়ে তাদের মন্তব্য, যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) প্রশ্রয়ে গুন্ডারাজ চলছে উত্তরপ্রদেশে (Uttar Pradesh)। সেখানে সংবিধান তথা বিচার ব্যবস্থা গুরুত্বহীন। এই অবস্থায় রাজ্যের দাগি দুষ্কৃতীদের স্বস্তিতে থাকতে দিতে নারাজ ইউপি পুলিশ। সূত্রের খবর, ইতিমধ্যে ৬১ জন দাগি দুষ্কৃতী এবং তাদের শাকরেদদের তালিকা প্রস্তুত করা হয়েছে। এদের উপর নজর রাখা হচ্ছে। অপরাধীদের হাতে এবং ভাতে মারতে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গিয়েছে।

উত্তরপ্রদেশ পুলিশ সূত্রে খবর, ৬১ জন দাগি দুষ্কৃতীদের মধ্যে রয়েছে মদ মাফিয়া, জঙ্গল মাফিয়া, বালি মাফিয়া, গরু পাচারকারী ও অন্যান্য অপরাধী। এই মাফিয়াদের মোট ৫০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। মুখ্যমন্ত্রী যোগী সবুজসংকেত দিলেই কাজ শুরু হবে। এদের মধ্যে মদ মাফিয়া সুধাকর সিং বর্তমানে জেলবন্দি। মাথার দাম ১ লক্ষ টাকা। মূলত প্রতাপগড়, সুলতানপুর এবং পার্শ্ববর্তী এলাকায় রাজত্ব চালায়। আরেক মদ মাফিয়া গুড্ডু সিংও জেলবন্দি। গত বছর গুড্ডুর নিয়ন্ত্রিত একাধিক ঘাঁটিতে হানা দিয়ে ১২ কোটি টাকার অবৈধ মদ বাজেয়াপ্ত করেছে পুলিশ। আরেক ত্রাশের নাম গব্বর সিং। তার বিরুদ্ধে জমি ক্রোক, ডাকাতি, খুন-সহ ৫৬টি মামলা ঝুলছে। মাথার দাম ১ লক্ষ টাকা।

Advertisement

[আরও পড়ুন: শুনানির মাঝেও সমলিঙ্গ বিবাহ মামলার গ্রহণযোগ্যতা নিয়ে আপত্তি কেন্দ্রের, ওড়াল সুপ্রিম কোর্ট]

এছাড়াও উত্তরপ্রদেশ পুলিশের প্রথম ২৫ দুষ্কৃতীর তালিকায় রয়েছে উধম সিং। তার বিরুদ্ধে খুন, হত্যা, জোর পূর্বক টাকা আদায়-সহ অগুন্তি অপরাধের অভিযোগ রয়েছে। উন্নাও জেলে বন্দি রয়েছে উধম। এছাড়াও যোগেশ ভাদৌরা, বদন সিং, অজিৎ চৌধুরী, ধর্মেন্দ্র কিরথাল, সুনীল রাঠি, অভিষেক সিং, নিহাল আলিয়াস, রাজন তিওয়ারি, সুধীর কুমার সিং, বিনোদ উপধ্যায়, রিজওয়ান জাহির, দিলীপ মিশ্র, অনুপম দুবে, হাজি ইকবাল, বাচ্চু যাদব, জুগনু ওয়ালিয়া, লাল্লু যাদবের মতো ভয়ংকর দুষ্কৃতীরা যোগীর পুলিশের হিটলিস্টে রয়েছে। যোগীর নির্দেশ মিলতেই এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কী সেই ব্যবস্থা? 

[আরও পড়ুন: সম্পত্তির পরিমাণ ১৬০০ কোটি, কৃষি ও ব্যবসা আয়ের উৎস, হলফনামা কর্ণাটকের মন্ত্রীর]

প্রসঙ্গত, এদিনই রাজ্যের মাফিয়াদের উদ্দেশে হুঙ্কার দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেন, “ভবিষ্যতে আর কোনও মাফিয়া কিংবা দুষ্কৃতী রাজ্যের শিল্পপতিদের ফোন করে হুমকি দেওয়ার সাহস করবে না।” উলটো দিক অখিলেশ যাদবের কটাক্ষ, “আতিক আহমেদের হত্যা প্রমাণ করেছে যোগীর শাসনে অপরাধ জগতের রমরমা চলছে উত্তরপ্রদেশে।” 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement