Advertisement
Advertisement

‘সোমনাথ মন্দির চাননি নেহেরু’, গুজরাটে কংগ্রেসকে আক্রমণ মোদির

রাহুল গান্ধীর সোমনাথ মন্দির দর্শনকে কটাক্ষ।

As Rahul prays at Somnath, Modi attacks Nehru
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 29, 2017 10:36 am
  • Updated:September 21, 2019 5:14 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুজরাট বিধানসভা ভোটের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রচার অব্যাহত। গুজরাট সফরের দ্বিতীয় দিনে প্রাচিতে প্রচারে গিয়েও কংগ্রেসকে আক্রমণের রেওয়াজ বজায় রাখলেন মোদি। বললেন, ‘সর্দার প্যাটেল না থাকলে আজ সোমনাথ মন্দির গড়ে উঠত না। আজ কিছু মানুষ সোমনাথ মন্দিরকে স্মরণ করে ভোট চাইছেন। তাঁদের কাছে জানতে চাই, আপনারা কি ইতিহাস ভুলে গিয়েছেন? আপনাদের পরিবারেরই সদস্য, আমাদের প্রথম প্রধানমন্ত্রী নেহেরুই আধুনিক সোমনাথ মন্দির গড়ে ওঠার বিরোধিতা করেন।’

রাহুল গান্ধীকে কটাক্ষ করেই মোদির এই মন্তব্য বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের। নির্বাচনী প্রচারে রাহুল গান্ধীও গুজরাটের মাটি কামড়ে পড়ে রয়েছেন। এদিন সোমনাথ মন্দিরে যান তিনি। ঈশ্বরের আশীর্বাদও নেন। পরে সোমনাথেই জনসভা করবেন তিনি। তাঁর ওই কর্মসূচিকেই কটাক্ষ করেন মোদি। অভিযোগ করেন, যে নেহেরু একসময় সোমনাথ মন্দির চাননি, তাঁরই বংশধর আজ ভোটের জন্য সোমনাথ মন্দিরে যাচ্ছেন। প্রাচিতে প্রধানমন্ত্রী এদিন বলেন, ‘রাজেন্দ্র প্রসাদ যখন সোমনাথ মন্দির উদ্বোধনে যান, পণ্ডিত নেহেরু তখন অসন্তোষ প্রকাশ করেন।’ এদিনও কংগ্রেসের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলেন মোদি। জানতে চান, ৪০ বছরেও দেশের সেনাবাহিনীর জন্য ‘এক পদ এক পেনশন’ চালু করতে পারল না কেন কংগ্রেস?

একা মোদি নন, ভোটের আগে গুজরাটে রাজনৈতিক ময়দানে নেমে পড়েছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও এদিন মোদির পাশে দাঁড়িয়ে কংগ্রেসের তুমুল সমালোচনা করেছেন। বলেছেন, গুজরাটে যা যা উন্নয়ন হয়েছে, সবই নরেন্দ্র মোদির জন্য। মুখ্যমন্ত্রী থাকাকালীনই মোদি গুজরাটে উন্নয়নের ঢেউ তুলে দেন বলে দাবি যোগীর। নর্মদার জলের সুফল রাজ্যের প্রতিটি মানুষ পাচ্ছেন বলেও জানিয়েছেন তিনি। কংগ্রেস ও রাহুল গান্ধীর মোদিকে দেখে শেখা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement