সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উরি সেনা ঘাঁটি হামলার তদন্তে বড়সড় ধাক্কা খেল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ৷ উপযুক্ত প্রমাণের অভাবে ছাড়া পেতে চলেছে উরি সেনাঘাঁটিতে হামলাকারীদের পথ দেখানোর অভিযোগে ধৃত দুই পাকিস্তানি নাগরিক ফয়জল হুসেন ও এহসান খুরশিদ৷
সূত্রের খবর, গত বৃহস্পতিবার আদালতে উরি হামলা তদন্তের ‘ক্লোজার রিপোর্ট’ জমা দেয় এনআইএ৷ ওই রিপোর্টে ধৃতদের বিরুদ্ধে জঙ্গিযোগের কোনও প্রমাণ না থাকায়, বেকসুর খালাস পায় তারা৷ জানা গিয়েছে, সৌজন্যের খাতিরে তাদেরকে পাকিস্তানের হাতে ফেরত দেওয়া হবে৷
গতবছর, সেপ্টেম্বরের ১৮ তারিখ উরি সেনা ঘাঁটিতে হামলা চালায় সীমান্তপার থেকে আসা জঙ্গিরা৷ ওই হামলায় শহিদ হয়েছিলেন ১৯ সেনা জওয়ান৷ তার দুদিন পর সীমান্তে সেনার হাতে গ্রেপ্তার হয় পাক অধিকৃত কাশ্মীরের দুই বাসিন্দা ফয়জল হুসেন ও এহসান খুরশিদ৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.