Advertisement
Advertisement
Nitish Kumar

গতিবিধি রহস্যজনক! তেজস্বীর সঙ্গে এক বিমানে দিল্লির পথে ‘পল্টুরাম’ নীতীশ

তবে কি অঙ্ক কষা শুরু করেছে বিরোধী শিবির?

As NDA, INDIA plan next move, Nitish Kumar, Tejashwi Yadav on same flight
Published by: Amit Kumar Das
  • Posted:June 5, 2024 10:26 am
  • Updated:June 5, 2024 1:32 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাতীয় রাজনীতিতে পল্টুরাম হিসেবে যথেষ্ট ‘খ্যাতি’ নীতীশ কুমারের। পালটি খাওয়ায় ওস্তাদ তিনি। একদা ইন্ডিয়ার পুরোধা নীতীশ কুমার ভোটের আগেই শরিক বদলে যোগ দিয়েছিলেন এনডিএতে। ভোট মেটার পর ইন্ডিয়ার বিপুল সাফল্যে রহস্যজনক গতিবিধি দেখা গেল নীতীশ কুমারের। ফলাফল প্রকাশ্যে আসার পর আরজেডির শীর্ষ নেতা তেজস্বী যাদবের সঙ্গে এক বিমানে দিল্লি সফর করলেন বিহারের মুখ্যমন্ত্রী। তাঁর এই সফরের কথা প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবেই ভ্রু কুঞ্চিত রাজনৈতিক মহলের। প্রশ্ন উঠতে, তবে কি অঙ্ক কষা শুরু করেছে বিরোধী শিবির?

২০২৪ এর লোকসভা নির্বাচনের ফল প্রকাশ্যে আসার পর স্পষ্ট হয়ে গিয়েছে একক সংখ্যাগরিষ্ঠতা থেকে অনেকটাই দূরে বিজেপি। জোটের দৌলতে ২৯৪ আসনে এবার সরকার গড়তে হচ্ছে মোদি-শাহদের। যে জোটের অন্যতম শরিক নীতীশ কুমারও। এদিকে ইন্ডিয়া জোটের আসন সংখ্যা ২৩৪। বলার অপেক্ষা রাখে না এই জাতীয় রাজনীতিতে এই অঙ্ক যে কোনও সময় অঘটন ঘটাতে পারে। এহেন পরিস্থিতিতেই দিল্লিতে শরিক দলগুলিকে বৈঠক ডেকেছে ইন্ডিয়া ও এনডিএ দুই শিবির। জানা যাচ্ছে, বিহারের পাটনা থেকে বুধবার সকাল ১০.৪০-এর বিমানে দিল্লি যাচ্ছেন তেজস্বী যাদব। তাৎপর্যপূর্ণভাবে ওই একই বিমানে দিল্লির উদ্দেশে রওনা দিচ্ছেন নীতীশ। ভোটের ফল প্রকাশের পর প্রাক্তন শরিকের সঙ্গে নীতীশের মতো নেতার এই সফরকে একেবারেই খাটো করে দেখতে রাজি নয় রাজনৈতিক মহল।

Advertisement

[আরও পড়ুন: শূন্য হাতে হতাশ সিপিএমের মনে হরেক প্রশ্ন]

রাজনৈতিক বিশেষজ্ঞদের দাবি, এবারের লোকসভা নির্বাচনে এনডিএর মিলিত আসন ২৯৪টি। ৫৪৩ আসনের লোকসভায় ম্যাজিক ফিগার ২৭২। অর্থাৎ ম্যাজিক ফিগারের থেকে মাত্র ২২ টি আসন বেশি শাসক জোটের। এর মধ্যে নীতীশের জেডিইউ-এর আসন সংখ্যা ১২টি, পাশাপাশি এনডিএ-র আর এক শিরিক টিডিপির আসন সংখ্যা ১৬। একদা বিরোধী শিবিরের সঙ্গে থাকা এই দুই দলের যৌথ আসন ২৮। রাজনৈতিক মহলের দাবি, রাজনীতিতে কোনও কিছুই অসম্ভব নয়। সেই হিসেবে বুধে নীতীশ ও তেজস্বীর এই বিমান সফরে জাতীয় রাজনীতিতে রহস্য বাড়াচ্ছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Advertisement

[আরও পড়ুন: আসন কমতেই মোদি-শাহর ‘কর্তৃত্ব’ নিয়ে ক্ষোভ অন্দরে, অসন্তুষ্ট আরএসএসও!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ