Advertisement
Advertisement

Breaking News

Arvind Kejriwal

‘নিজের দেশ সামলান’, ভারতের নির্বাচন নিয়ে টুইট করায় পাক নেতাকে তোপ কেজরির

পাকিস্তানকে 'সন্ত্রাসের সবচেয়ে বড় স্পনসর' বলেও কটাক্ষ আপ সুপ্রিমোর।

Arvind Kejriwal's 'take care of your own country' retort to Pak politician's post
Published by: Biswadip Dey
  • Posted:May 25, 2024 2:14 pm
  • Updated:May 25, 2024 3:38 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোটগ্রহণ পর্ব চলছে। সপরিবারে ভোট দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ভোটদান শেষে সকলের সঙ্গে হাসিমুখে পোজও দিতে দেখা গেল তাঁকে। সকলকে ভোট দেওয়ার আর্জিও জানালেন। কিন্তু সেই সঙ্গেই পাক (Pakistan) রাজনীতিবিদ চৌধুরী ফাওয়াদ হুসেনকেও এক্স হ্যান্ডলে কটাক্ষও করলেন আপ সুপ্রিমো।

কী লিখেছিলেন পাক রাজনীতিবিদ? আসলে এদিন ভোট দিয়ে আসার পর কেজরিওয়াল (Arvind Kejriwal) একটি পোস্ট করেছিলেন। সেখানে তিনি লেখেন, ‘আমি আমার বাবা, স্ত্রী ও সন্তানদের সঙ্গে ভোট দিলাম। আমার খুবই অসুস্থ। উনি আসতে পারেননি। আমি একনায়কত্ব, বেকারত্ব ও মুদ্রাস্ফীতির বিরুদ্ধে ভোট দিলাম। আপনারাও অবশ্যই যান ও ভোট দিন।’ ফাওয়াদ কেজরির পোস্টটি শেয়ার করে লেখেন, ‘ঘৃণা ও চরমপন্থাকে যেন হারিয়ে দিতে পারে শান্তি ও সম্প্রতি।’

Advertisement

আর এই পোস্টেরই বিরোধিতা করে পালটা পোস্ট করেন কেজরি। দিল্লির মুখ্যমন্ত্রী লেখেন, ‘চৌধুরী সাহেব, আমি ও আমার দেশের মানুষ আমাদের সমস্যা সামলাতে নিজেরাই সক্ষম। আপনার টুইটের প্রয়োজন নেই। পাকিস্তানের অবস্থা এখন খুবই খারাপ। আপনি নিজের দেশটাকে সামলান।’ পরে তিনি আরও লেখেন, ‘এদেশে নির্বাচন চলছে। এটা আমাদের অভ্যন্তরীণ ব্যাপার। সন্ত্রাসের সবচেয়ে বড় স্পনসরের থেকে কোনও রকম মধ্যস্থতা ভারত বরদাস্ত করবে না।’

[আরও পড়ুন: সোনিয়ার গ্রেপ্তারি চেয়েছিলেন কেজরি, AAP-কে ভোট দিয়ে প্রিয়াঙ্কা বললেন, ‘আমরা গর্বিত’]

প্রসঙ্গত, চলছে অষ্টাদশ লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024)। আজ, শনিবার দেশজুড়ে ষষ্ঠ দফার ভোটগ্রহণ চলছে। ৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৫৮টি আসনে ভোট হবে এদিন। এদিকে এই পর্বে বাংলায় ভোট হচ্ছে তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া ও বিষ্ণুপুরে। এদিনের পর আর একটি দফাই বাকি থাকবে। আগামী শনিবার ১ জুন। তার পর ৪ জুন ভোটগণনা। তখনই পরিষ্কার হয়ে যাবে নেতাদের ভাগ্য।

[আরও পড়ুন: পুরুলিয়ায় ৫টি ইভিএমে বিজেপির ট্যাগ, পূর্ণাঙ্গ রিপোর্ট তলব কমিশনের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement