Advertisement
Advertisement

Breaking News

Arvind Kejriwal

এবার চাকরি গেল কেজরির ব্যক্তিগত সচিবের, উপরাজ্যপাল সাক্সেনার হাত দেখছে আপ!

সরকারি কর্মীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে চাকরি থেকে ছাঁটাই বিভব কুমার।

Arvind Kejriwal's private secretary Bibhav Kumar sacked by vigilance department

ফাইল ছবি

Published by: Amit Kumar Das
  • Posted:April 11, 2024 9:24 pm
  • Updated:April 11, 2024 9:24 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবগারি দুর্নীতি মামলায় বর্তমানে তিহারে ঠাঁই হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal)। এরই মাঝে কেজরির ব্যক্তিগত সচিব বিভব কুমারের (Bibhav Kumar) বিরুদ্ধে কড়া পদক্ষেপ। অবৈধ ও বেআইনি নিয়োগের অভিযোগের পাশাপাশি ২০০৭ সালে সরকারি কর্মীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে তাঁকে চাকরি থেকে ছাঁটাই করল ভিজিল্যান্স বিভাগ (Vigilance Departmenyt)। এই ঘটনায় ক্ষুব্ধ আম আদমি পার্টি। তাঁদের অভিযোগ, আপকে শেষ করতে কোনও কসুর করছে না বিজেপি। আবগারি দুর্নীতি মামলায় এর আগে বিভবকে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। এবার তাঁকে বরখাস্ত করার ঘটনার পিছনে দিল্লির উপরাজ্যপাল ভিকে সাক্সেনার হাত দেখছে আপ শিবির।

দিল্লি ভিজিল্যান্স বিভাগের সচিব ওয়াই ভিভিজে রাজশেখরের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, বিভব কুমারের নিয়োগের সময়ে কেন্দ্রীয় সিভিল সার্ভিসের নিয়ম মানা হয়নি। পাশাপাশি, ভিজিল্যান্সের তরফে জানানো হয়েছে ২০০৭ সালে মহেশ পাল নামের এক সরকারি কর্মীর সঙ্গে দুর্ব্যবহার করেন বিভব। তার ভিত্তিতেই চাকরি থেকে সরানোর সিদ্ধান্ত। ভিজিল্যান্সের নির্দেশিকায় মন্ত্রীদের ব্যক্তিগত সচিবদের অ-সরকারি কাজে নিয়োগের আগে যথেষ্ট পরীক্ষা-নিরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে। যদিও এই সিদ্ধান্তে প্রশ্ন উঠতে শুরু করেছে মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সচিবকে এভাবে সরাতে পারে ভিজিল্যান্স বিভাগ?

Advertisement

[আরও পড়ুন: হরিয়ানায় স্কুলবাস দুর্ঘটনায় গ্রেপ্তার প্রিন্সিপাল-সহ ৩, ইদের দিনে ছুটি নেই কেন, উঠছে প্রশ্ন]

এদিকে মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সচিবকে ছাঁটাইয়ের ঘটনায় ক্ষুব্ধ আম আদমি পার্টি। দলের তরফে জানানো হয়েছে, “প্রথমে আবগারি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা হল। এবার উপরাজ্যপালের নির্দেশে তাঁর আওতাধীন অফিসারদের একে একে বরখাস্ত করা শুরু হয়েছে। এতে কোনও সন্দেহ নেই যে আপ ধ্বংস করাই বিজেপির একমাত্র লক্ষ্য। দেশের রাজধানীতেই গণতন্ত্রকে ধ্বংস করা হচ্ছে।”

[আরও পড়ুন: মেট্রোয় ‘অশ্লীল’ রিল! অবশেষে ২ তরুণীকে গ্রেপ্তার দিল্লি পুলিশের]

প্রসঙ্গত, দিল্লির আবগারি দুর্নীতি মামলায় আর্থিক তছরুপের অভিযোগে সোমবার কেজরির ব্যক্তিগত সচিবকে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। এমনকী জানা যাচ্ছে, তিহার জেলে মুখ্যমন্ত্রীর সঙ্গে একাধিকবার দেখাও করেছেন তিনি। তাঁর বাড়িতেও তল্লাশি অভিযান চালিয়েছিল কেন্দ্রীয় এজেন্সি। যদিও সেই তল্লাশিতে কিছুই পাওয়া যায়নি বলে দাবি আপের। খোদ কেজরিওয়ালও বলেন, “২৩ জন অফিসার ১৬ ঘণ্টা ধরে তল্লাশি অভিযান চালালেন অথচ কিছুই উদ্ধার হল না।”

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement