সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিয়রে দিল্লির নির্বাচন। তার আগে নির্বাচনী মিটিং-মিছিল ঘিরে উত্তেজনার পারদ চড়ছে রাজধানীতে। শাসক-বিরোধী শিবির একে অপরকে কাদা ছোঁড়াছুঁড়িও অব্যাহত রেখেছে। সম্প্রতি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে সন্ত্রাসবাদী বলে কটাক্ষ করেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর। তার প্রমাণও রয়েছে বলে দাবি করেন তিনি। সন্ত্রাসবাদী বিতর্কে এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রীর মেয়ে হর্ষিতা কেজরিওয়াল। বাবার উপর যাবতীয় অভিযোগ নস্যাৎ করে তিনি সমালোচকদের একহাত নিয়েছেন।
সংবাদ সংস্থা এএনআইকে তিনি জানিয়েছেন, মুখ্যমন্ত্রীকে সন্ত্রাসবাদী আখ্যা দেওয়া নিম্নরুচির পরিচয়। তিনি দিল্লিতে শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা, বিনামূল্যে বিদ্যুৎ ও পানীয় জলের উদাহরণ দিয়ে বলেছেন, যে মানুষ সাধারণের ন্যূনতম প্রয়োজন নিয়ে সদা সচেষ্ট, উন্নয়নের জন্য দিনপাত করছেন, তাঁকে আর কত অপমান করবে বিজেপি? হর্ষিতা আরও বলেছেন, ‘প্রত্যেকদিন সকালে উঠে বাবা গোটা পরিবারকে গীতাপাঠ এবং ‘ইনসান সে ইনসান কা ভাইচারা’ গান গাওয়ান, এর সারমর্ম পালনের জন্য। এটাই কি সন্ত্রাস?’
Harshita Kejriwal: My father has always been in social services. I still remember he used to wake us – my brother, mother, grandparents and I, up at 6 AM, make us read Bhagwad Gita & sing ‘Insaan se insaan ka ho bhaichara’ song and teach us about it. Is this terrorism? (04.02) https://t.co/zNHF6kISLa
— ANI (@ANI) February 5, 2020
প্রসঙ্গত উল্লেখ্য, আগামী ৮ ফেব্রুয়ারি দিল্লি বিধানসভা নির্বাচন হবে। সেই উপলক্ষে গত সোমবার দুপুরে দিল্লিতে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করে বিজেপি। সেখানে বক্তব্য রাখতে এসে AAP সুপ্রিমো ও মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে তীব্র আক্রমণ করেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর। বলেন, ‘দিল্লির ভোটাররা যে অরবিন্দ কেজরিওয়ালের থেকে মুখ সরিয়ে নিয়েছেন তার একটা কারণ আছে। সাধারণ মানুষের সামনে কেজরিওয়াল নিষ্পাপ মুখে জানতে চান, আমি কি একজন জঙ্গি? হ্যাঁ আপনি একজন জঙ্গি, এর অনেক প্রমাণও আছে। আপনি যতই নিজেকে নৈরাজ্যবাদী বলে দাবি করুন। একজন জঙ্গি ও নৈরাজ্যবাদীর মধ্যে খুব বেশি তফাত নেই।’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.