Advertisement
Advertisement
Arvind Kejriwal

‘আগামিকাল বিজেপির সদর দপ্তরে আসছি…’, বৈভবের গ্রেপ্তারিতে মোদিকে চ্যালেঞ্জ কেজরির

স্বাতী মালিওয়ালের হেনস্তার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বৈভব কুমার। এক্স হ্যান্ডেল একটি ভিডিও বার্তায় প্রধানমন্ত্রীর নাম তুলে হুঁশিয়ারি কেজরির।

Arvind Kejriwal’s dare to PM Modi after aide’s arrest
Published by: Kishore Ghosh
  • Posted:May 18, 2024 6:01 pm
  • Updated:May 18, 2024 6:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটের মধ্যে রাজধানীর রাজনৈতিক পারদ সপ্তমে। চরমে উঠেছে আপ-বিজেপি সংঘাত। এবার সরাসরি শাসক দল এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) চ্যালেঞ্জ ছুড়লেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। শনিবার তিনি রীতিমতো হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আগামিকাল আপ নেতা-কর্মীদের নিয়ে বিজেপির সদর দপ্তরে যাব আমি, যাকে পারবেন গ্রেপ্তার করবেন। পারলে সমস্ত নেতাকে একসঙ্গে গ্রেপ্তার করুন।’ স্বাতী মালিওয়ালকে হেনস্তার অভিযোগে দিল্লি মুখ্যমন্ত্রীর আপ্ত সহায়ক বৈভব কুমারকে গ্রেপ্তারির পরেই গেরুয়া শিবিরকে কার্যত চ্যালেঞ্জ ছুড়লেন কেজরি।

এক্স হ্যান্ডেল একটি ভিডিও বার্তায় প্রধানমন্ত্রীর নাম তুলে হুঁশিয়ারি দেন কেজরি। তিনি বলেন, ‘পিএম মোদিজি, আপনি জেলের খেলা খেলছেন। একে একে মণীশ সিসোদিয়া, সঞ্জয় সিং, অরবিন্দ কেজরিওয়ালকে জেলে ভরেছেন। আগামিকাল দুপুর বারোটা নাগাদ দলীয় বিধায়ক ও সাংসদদের নিয়ে বিজপির সদর দপ্তর আসছি। যাকে পারবেন জেলে ভরবেন। এমনকী একসঙ্গে সবাইকে জেলবন্দি করতে পারেন।’

Advertisement

 

[আরও পড়ুন: ‘না পোষালে পাকিস্তান চলে যান’, সংরক্ষণ ইস্যুতে লালুকে নিদান হিমন্তের]

ভিডিও বার্তায় কেজরির আক্ষেপ, ‘আমাদের ভুল হল দিল্লির গরিব মানুষের জন্য উন্নতমানের শিক্ষার ব্যবস্থা করা। ওরা (বিজেপি) এটা কখনও করবে না। আমাদের ভুল হল শহরের অলিতেগলিতে মহল্লা ক্লিনিক তৈরি করা। নাগরিকদের জন্য ওষুধ তৎসহ স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা করা। ওরা (বিজেপি) কোনওদিন একাজ করবে না, তাই বন্ধ করে দিতে চায়।’ কেজরির দাবি, বিজেপির একমাত্র লক্ষ্য হল আম আদমি পার্টির সমস্ত নেতা-কর্মীদের জেলে বন্দি করা। ‘কিন্তু আপ ধ্বংস হবে না। কারণ আপ একটা আদর্শ যা মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে।’

 

[আরও পড়ুন: ‘মেরে পাস মোদি হ্যায়’, পাকিস্তানের ‘পরমাণু বোমা’কে কাঁচকলা দেখিয়ে বার্তা শাহের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement