Advertisement
Advertisement
Arvind Kejriwal

মেলেনি কুলার, বার বার নেওয়া হচ্ছে ওজন! তিহাড়ে কেজরির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আপের

যদিও সব অভিযোগ উড়িয়ে দিয়েছে তিহাড় কর্তৃপক্ষ।

Arvind Kejriwal weighed thrice in Tihar jail with different machines, AAP claims

ফাইল ছবি।

Published by: Biswadip Dey
  • Posted:June 4, 2024 8:40 am
  • Updated:June 4, 2024 8:50 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবারই তিহাড় জেলে ফিরেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আর তিনি ফেরার পরই জেল কর্তৃপক্ষের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুললেন আপ নেতারা। তাঁদের অভিযোগ, কেজরিওয়ালকে তাঁর সেলে কুলার দেওয়া হয়নি। এদিকে তিনটি বিভিন্ন ওজন যন্ত্রে আলাদা করে ওজন নেওয়া হয়েছে কেজরিওয়ালের, এই অভিযোগও করেছেন তাঁরা। যদিও সব অভিযোগ উড়িয়ে দিয়েছে তিহাড় কর্তৃপক্ষ।

সোমবার সাংবাদিক সম্মেলনে সিনিয়র আপ (AAP) নেত্রী ও দিল্লির মন্ত্রী আতিশী দাবি করেন, ”ধুরন্ধর অপরাধীরাও তিহাড় জেলে কুলার পেয়েছে। কিন্তু মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে কোনও কুলার দেওয়া হয়নি। আমি বিজেপির থেকে জানতে চাই ওরা আর কত নিচে নামবে। উনি আত্মসমর্পণ করার পরই ওঁকে একটা গরম সেলে রাখা হয়েছে, কুলার ছাড়াই। বিজেপি ও প্রধানমন্ত্রীকে আমি বলতে চাই, দিল্লির মানুষ তো বটেই, ঈশ্বরও ওঁদের ক্ষমতা করবে না।”

Advertisement

সেই সঙ্গেই তাঁর দাবি, তিনটি আলাদা আলাদা ওজনযন্ত্রে ওজন নেওয়া হয়েছে কেজরিওয়ালের। প্রথমে তাঁর ওজন হয় ৬১ কেজি। পরে অন্য একটি যন্ত্রে ওজন নেওয়া হয়। দেখা যায় তাঁর ওজন ৬৪ কেজি। তৃতীয় ওজনযন্ত্রে ওজন নিলে দেখা যায় তা দাঁড়িয়েছে ৬৬.৫ কেজিতে। এপ্রসঙ্গ উল্লেখ করে আতিশী বলছেন, ”ইডির হাতে গ্রেপ্তার হওয়ার সময় ওঁর ওজন ছিল ৭০ কেজি। আত্মসমর্পণের সময় সেই ওজন ছিল ৬৩ কেজি। অর্থাৎ তাঁর ৭ কেজি ওজন কমেছে।” সব মিলিয়ে পুরো বিষয়টিতেই ‘বড় ষড়যন্ত্রে’র অভিযোগ তুলেছেন তিনি।

Advertisement

[আরও পড়ুন: আবগারি দুর্নীতির অঙ্ক ১১০০ কোটি টাকা! কবিতার বিরুদ্ধে বিস্ফোরক চার্জশিট ইডির]

এই দাবি অবশ্য উড়িয়ে দিয়েছে তিহাড় কর্তৃপক্ষ। এক সিনিয়র আধিকারিক বলছেন, ”কেজরিওয়ালের ওজন ৬৩.৫ কেজি। রবিবার উনি আত্মসমর্পণ করার পর একবারই ওজন নেওয়া হয়েছে। ওজনযন্ত্রে কোনও সমস্যা ছিল না। ওঁর রক্তচাপ, সুগার সবই স্বাভাবিক রয়েছে।” গত ২১ মার্চ আবগারি মামলায় দুর্নীতির অভিযোগে কেজরিওয়ালকে (Arvind Kejriwal) নিজেদের হেফাজতে নিয়েছিল ইডি। সপ্তাহদুয়েক পরে তাঁকে পাঠানো হয় তিহাড় জেলে। এর পরই সুপ্রিম নির্দেশে ২১ দিনের জামিন পান দিল্লির মুখ্যমন্ত্রী। তা শেষ হতেই রবিবার কেজরিকে ফিরতে হয়েছে তিহাড়ে।

[আরও পড়ুন: স্বাধীনতার ৭ দশক পর গণতন্ত্রের অংশ! এই প্রথম ভোট দিল নিকোবরের শম্পেনরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ