সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মিশন ২৪। আর সেদিকে তাকিয়েই শুক্রবার পাটনায় অনুষ্ঠিত হল বিরোধী বৈঠক (Opposition Meet)। সব মিলিয়ে ১৭টি দল যোগ দিয়েছিল বৈঠকে। যাদের অন্যতম আম আদমি পার্টিও (AAP)। কিন্তু বৈঠকে যোগ দিলেও দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) যেভাবে বেসুরো হয়েছেন বৈঠকের আগেই, তা প্রশ্ন তুলে দিচ্ছে তাঁদের দলের ভূমিকা নিয়েই। অন্য দল নয়, কেজরি তোপ দেগেছেন কংগ্রেসের দিকেই। আর তা ঘিরেই শুরু হয়েছে নানা জল্পনা।
বৃহস্পতিবারই হাত শিবিরকে কার্যত হুঁশিয়ারি দেন কেজরিওয়াল। জানিয়ে দেন, যদি কংগ্রেস ‘কালো অর্ডিন্যান্স’ ইস্যুতে সংসদে তাঁদের পাশে থাকার পরামর্শ না দেন তাহলে তাঁরা বৈঠক থেকে ওয়াক আউট করবেন। তা অবশ্য করেনি আম আদমি পার্টি। কিন্তু বৈঠকে থাকলেও বিরোধীদের সাংবাদিক সম্মেলনে অনুপস্থিত ছিলেন কেজরিওয়াল। এর ফলে বিরোধী জোট হলেও তাতে কতটা থাকবে আপ তা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে।
Except for the Indian National Congress, all other 11 parties, which have representation in the Rajya Sabha, have clearly expressed their stand against the Black Ordinance (Centres’s ordinance on Delhi govt) and announced that they would oppose it in the Rajya Sabha: Aam Aadmi… pic.twitter.com/2MgKxoGY27
— ANI (@ANI) June 23, 2023
আম আদমি পার্টির তরফে একটি টুইট করে বলা হয়েছে, ‘একটি জাতীয় দল হিসেবে কংগ্রেস সমস্ত ইস্যুতে কোনও না কোনও পক্ষ নেয়। এবার ‘কালো’ অর্ডিন্যান্সে’ও তাদের পরিষ্কার করে দিতে হবে তাদের অবস্থান। কংগ্রেসের এই নীরবতা তাদের প্রকৃত উদ্দেশ্য নিয়েই প্রশ্ন তুলে দিচ্ছে।’
উল্লেখ্য, কেন্দ্রের জারি করা অর্ডিন্যান্সের বিরোধিতা করে দেশের নানা রাজ্যে সফর করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, দিল্লিতে আমলাদের পোস্টিং ও বদলি করার সিদ্ধান্ত নেবে দিল্লি সরকারই। তার পালটা অর্ডিন্যান্স জারি করে কেন্দ্র। এই অর্ডিন্যান্স জারির পরেই তীব্র বিরোধিতা করেন কেজরিওয়াল। বাংলা-সহ একাধিক বিরোধী শাসিত রাজ্যে গিয়ে সমর্থন চান। কিন্তু এই প্রসঙ্গে এখনও কিছুই বলেনি কংগ্রেস।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.