২১ মার্চ আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন আম আদমি পার্টির সুপ্রিমো
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইডি হেফাজত শেষ হওয়ার পর আবগারি দুর্নীতি মামলায় ১৪ দিনের জেল হেফাজত হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal)। এই মুহূর্তে তাঁকে থাকতে হচ্ছে তিহাড় জেলে। এই পরিস্থিতিতে জানা গেল ভালো নেই আপ সুপ্রিমো। ২১ মার্চ তাঁকে গ্রেপ্তার করেছিল ইডি। আর তার পর থেকে এই কদিনেই সাড়ে চার কেজি ওজন কমে গিয়েছে তাঁর। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের কাছে এমনটাই দাবি আম আদমি পার্টির সূত্রের। যদিও জেল কর্তৃপক্ষের দাবি, ভালোই আছেন কেজরি। জেলের চিকিৎসকরাও তাঁর শারীরিক অবস্থা সংক্রান্ত কোনও সমস্যার কথা জানাননি।
যদিও আপের সূত্রের দাবি, জেলে কেজরিওয়ালের রক্তে শর্করার মাত্রা ওঠাপড়া করছে। একবার মাত্রা ৫০-এর নিচেও নেমে যায় বলে দাবি। আর তার পর থেকে নিয়মিত তাঁর সুগারের মাত্রার পরিমাপ করা হচ্ছে।
আপাতত বাড়ির থেকে পাঠানো খাবারই খাচ্ছেন কেজরি। তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে। তিহাড়ের ২ নম্বর সেলে রাখা হয়েছে তাঁকে। যার একদম কাছেই রয়েছে এক কুইক রেসপন্স টিম। যাতে কোনও আপৎকালীন পরিস্থিতি তৈরি হলে দ্রুত পদক্ষেপ করা যায়।
প্রসঙ্গত, গত ২১ মার্চ আবগারি দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেপ্তার হয়েছিলেন আম আদমি পার্টির সুপ্রিমো। রবিবার পর্যন্ত ইডি (ED) হেফাজতেই ছিলেন তিনি। সোমবার বিকেলে জেলে নিয়ে যাওয়ার পর প্রথমেই স্বাস্থ্য পরীক্ষা করানো হয় কেজরিওয়ালের। এর পর আর ৫টা কয়েদির মতো নাম ঠিকানা লিখে সেলে প্রবেশ করানো হয় তাঁকে। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর সেলে তাঁর উপর সর্বক্ষণের নজরদারির জন্য লাগানো হয়েছে ৬ টি সিসিটিভি ক্যামেরা। আদালতের নির্দেশ মেনে দ্বিস্তরীয় নিরাপত্তা মোতায়েন করা হয়েছে কেজরিওয়ালের জন্য। পাশাপাশি তাঁর সেলে একটি টিভির পাশাপাশি লাইব্রেরি থেকে বই আনিয়ে পড়ার অনুমতি দেওয়া হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.