Advertisement
Advertisement

Breaking News

Arvind Kejriwal

আমেরিকার একাধিক শহরে বিনামূল্যে গণপরিবহণ! ‘খয়রাতি’ নিয়ে বিজেপিকে তোপ কেজরির

'রেউরি' সংস্কৃতি উন্নয়ন বিরোধী, কিছুদিন আগে মন্তব্য করেন মোদি।

Arvind Kejriwal takes a dig at 'muft ki revadi' after Washington DC makes public transport free | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:December 17, 2022 4:14 pm
  • Updated:December 17, 2022 4:14 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খয়রাতি না জনসেবা! বিতর্ক চরমে। ভোটে জেতার লোভে ‘রেউরি’ সংস্কৃতি বাড়ছে। এই বিষয়ে সতর্ক করেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তাঁর মতে এই সংস্কৃতি দেশের উন্নয়নের জন্য খতিকর। এই নিয়ে গেরুয়া শিবির বারবার আক্রমণ করেছে কেজরিওয়ালের সরকারকে। এর মধ্যেই নাগরিকদের বিনামূল্যে গণপরিবহণের সুবিধার কথা ঘোষিত হয়েছে আমেরিকার (America) ওয়াশিংটন নগর প্রশাসন। যার পর শনিবার বিজেপিকে (BJP) পালটা তোপ দেগেছেন দিল্লির মুখ্যমন্ত্রী। তিনি টুইট করেন, “একেও কি বিনামূল্যের রেউরি বলা হবে?”

শুধু ওয়াশিংটন নয়, বস্টন, ডেনভারের মতো শহরেও আগামী গ্রীষ্ম থেকে গণপরিহণ পরিষেবা বিনামূল্যে উপভোগ করতে পারবেন নাগরিকেরা। আগেই কানসাস সিটি, নিউ মেক্সিকোর মতো শহর থেকে বাসভাড়া তুলে নেওয়া হয়েছিল। ২০২১ সাল থেকেই যাত্রীদের বাসভাড়া মকুব করা হয়েছে আলেকজেন্দ্রিয়া শহরে। মিয়ামি, তাকোমা এবং ওয়াশিংটনে স্থানে বিশেষে ‘লাইট রেলে’ও টিকিটের মূল্য চোকাতে হয় না যাত্রীদের। এদিন ওয়াশিংটনে বিনামূল্যে গণপরিবহণের বিষয়টি প্রকাশ্যে আসার পরেই গেরুয়া শিবিরকে তোপ দাগেন আপ নেতা। তাঁর কথায়, বিনামূল্যের পরিষেবা মানেই ‘রেউরি’ নয়, বরং জনতার উপর বাড়তি কর না চাপানো সরকারের সততা ও সংবেদনশীলতার প্রতিফলন।

Advertisement

[আরও পড়ুন: জামিয়া মসজিদ চত্বরে পাশাপাশি বসতে পারবে না নারী-পুরুষ, জারি হল নিষেধাজ্ঞা]

গত জুলাইয়ে উত্তরপ্রদেশের বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ে উদ্বোধনের পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভোটের জন্য ‘রেউরি’ সংস্কৃতি সম্পর্কে সতর্ক করেছিলেন। ভোট টানতে রাজনৈতিক দলগুলির ‘রেউড়ি সংস্কৃতি’ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) সরব হওয়ার পর সুপ্রিম কোর্ট (Supreme Court) ও নির্বাচন কমিশন (Election Commission) বিষয়টিতে হস্তক্ষেপ করে। এমনকী কেন্দ্রের স্বশাসিত সংস্থা সিএজি বিষয়টিকে আলাদা করে গুরুত্ব দেয়। রাজনৈতিক দলগুলির ভোটের আগে দেওয়া ভরতুকি, বাজেট বহির্ভূত ঋণ, ছাড় বা ঋণ মকুবের প্রতিশ্রুতি রক্ষা করতে গিয়ে অর্থনীতিতে তার কী প্রভাব পড়ছে তা অনুসন্ধান করবে সিএজি। এমনকী, এই ব‌্যাপারে একটি ‘প‌্যারামিটারও’ তৈরি করবে তারা।

[আরও পড়ুন: মোদিকে ‘কসাই’ বলে বিতর্কে পাকিস্তানের বিদেশমন্ত্রী, তীব্র নিন্দা সুফি কাউন্সিলের]

যদিও এরপরেও নিজের সিদ্ধান্ত থেকে সরেননি অরবিন্দ কেজরিওয়াল। ২০১৯ সাল থেকে দিল্লি সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বাস ও মেট্রোতে বিনামূল্য যাত্রা করেন রাজধানীর বাসিন্দা মহিলারা। এর জন্য যে খরচ হয় তা বহন করে কেজরিওয়ালের সরকার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement