Advertisement
Advertisement
Arvind Kejriwal

ষষ্ঠবার ইডি তলবে ‘না’ কেজরির, ‘বেআইনি সমনে কোর্টের রায়ের অপেক্ষা করুন’, তোপ আপের

বেআইনি আচরণ করছেন কেজরি নিজেই, মত ইডির।

Arvind Kejriwal skips ED summon for sixth time, asks probe agency to wait for court order | Sangbad Pratidin

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:February 19, 2024 11:41 am
  • Updated:February 19, 2024 11:41 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ইডি তলব এড়ালেন অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। এই নিয়ে ষষ্ঠবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলবে হাজিরা দিলেন না দিল্লির মুখ্যমন্ত্রী। দিল্লির আবগারি মামলায় বারবার ইডি তলবকে ‘বেআইনি’ বলে তোপ দেগেছে আপ। তাদের মতে, আদালতের নির্দেশের জন্য অপেক্ষা না করেই বারবার সমন পাঠাচ্ছে ইডি।

গত ১৪ ফেব্রুয়ারি যষ্ঠবারের জন্য ইডি (ED) তলব করে কেজরিকে। শেষবার তাঁকে তলব করা হয় জানুয়ারি মাসের শেষে। যদিও তাতে সাড়া দেননি দিল্লির (Delhi) মুখ্যমন্ত্রী। সেই সমনকে ‘বেআইনি’ বলে দাবি করে হাজিরা এড়িয়ে যান। আম আদমি পার্টি শুরু থেকেই দাবি করে আসছে, শুধুমাত্র কেজরিওয়ালকে গ্রেপ্তার করার উদ্দেশ্যেই বারবার তলব করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে অভিযোগের কোনও ভিত্তি নেই।

Advertisement

[আরও পড়ুন: সন্দেশখালি কাণ্ড: সুপ্রিম কোর্টে স্বস্তি রাজ্যের, সংসদীয় কমিটির নোটিসে স্থগিতাদেশ]

কেজরি পঞ্চমবার তলব এড়ানোর পরেই আদালতের দ্বারস্থ হয় ইডি। দিল্লির একটি স্থানীয় আদালতে আবেদন করে তারা। গত শনিবার ভার্চুয়ালি আদালতে হাজিরা দেন দিল্লির মুখ্যমন্ত্রী। তবে ইডির আবেদনের ভিত্তিতে এখনও কোনও রায় দেয়নি দিল্লির আদালত। এহেন পরিস্থিতিতেই সোমবার ইডি দপ্তরে হাজিরা দেওয়ার কথা ছিল কেজরিওয়ালের। কিন্তু সেই সমন এড়িয়ে গেলেন দিল্লির মুখ্যমন্ত্রী।

কেজরি ইডি দপ্তরে যাচ্ছেন না, সেই খবর জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে আপ। দলের তরফে বলা হয়, “কেজরিকে সমন পাঠানোর প্রসঙ্গে ইডি নিজেই আদালতে গিয়েছে। তাই এখন বারবার সমন না পাঠিয়ে আদালতের নির্দেশের জন্য অপেক্ষা করা উচিত ইডির।” বরাবরের মতো ষষ্ঠ ইডি সমনকেও বেআইনি বলেই দাবি করেছে আপ। তবে ইডির অন্দরের মত, কেজরির বারবার তলব এড়ানোর বিষয়টি খেয়াল করেছে আদালত। ইচ্ছাকৃতভাবে সমন এড়িয়ে বেআইনি আচরণ করছেন কেজরি নিজেই।

[আরও পড়ুন: কাটছে জট? প্রতিবাদী কৃষকদের দাবি মেনে ফসল কিনতে নতুন প্রস্তাব কেন্দ্রের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement