Advertisement
Advertisement

Breaking News

Arvind Kejriwal

‘সমন বেআইনি’, তৃতীয়বার ইডির হাজিরা এড়ালেন কেজরিওয়াল, পালটা খোঁচা বিজেপির

আবগারি দুর্নীতি মামলায় আজ তাঁকে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

Arvind Kejriwal Skips 3rd Summons of ED | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Sulaya Singha
  • Posted:January 3, 2024 9:52 am
  • Updated:January 3, 2024 1:30 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার ইডির ডাকে সাড়া দিচ্ছেন না অরবিন্দ কেজরিওয়াল। আবগারি দুর্নীতি মামলায় আজ তাঁকে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কিন্তু এই সমনকে ‘বেআইনি’ দাবি করে হাজিরা দিচ্ছেন না তিনি। এই নিয়ে তৃতীয়বার ইডির সমন এড়ালেন দিল্লির মুখ্যমন্ত্রী।

এদিন আম আদমি পার্টির তরফে স্পষ্ট জানানো হয়, কেজরিওয়ালকে দেওয়া ইডির এই সমন বেআইনি। শুধুমাত্র তাঁকে গ্রেপ্তার করার জন্যই এসব করা হচ্ছে। আর সেই কারণেই তিনি হাজিরা দেবেন না। প্রসঙ্গত, এর আগে গত ২ নভেম্বর এবং ২১ ডিসেম্বরও ইডির তলবে সাড়া দেননি কেজরি। এর পর গত ২২ ডিসেম্বর ফের তাঁকে নোটিস পাঠানো হয়। সেই মতোই আজ হাজিরা দেওয়ার কথা ছিল আম আদমি পার্টির সুপ্রিমোর। কিন্তু এবারও তিনি গেলেন না।

Advertisement

[আরও পড়ুন: উঠল দেশজুড়ে চলা ট্রাক ধর্মঘট, তবু রাতভর দীর্ঘ লাইন পেট্রল পাম্পে]

দিল্লির আবগারি দুর্নীতি মামলায় দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া এবং আপ সাংসদ সঞ্জয় সিংহকে আগেই গ্রেপ্তার করেছে ইডি। আরেক মন্ত্রী রাজকুমার আনন্দের বাড়িতে তল্লাশি চালানো হয়। ইন্ডিয়া জোটের তৎপরতার মাঝে কেজরিওয়ালের গ্রেপ্তারি নিয়ে আপের অন্দরে চোরাস্রোত বইছে। এই গ্রেপ্তারির আশঙ্কার কথা আগেই প্রকাশ করেছিলেন দলের নেত্রী অতিশী মারলেনা। আরেক আপ নেতা রাঘব চাড্ডারও আশঙ্কা, কেজরিকে গ্রেপ্তার করার ‘ছক’ করছে বিজেপি। এবারও একই সুর দলীয় তরফে।

তবে কেজরিওয়ালের হাজিরা এড়ানো নিয়ে খোঁচা দিতে ছাড়েনি বিজেপি। গেরুয়া শিবিরের মুখপাত্র শেহজাদ পুনাওয়ালার তোপ, কেজরিওয়াল নিশ্চিতভাবেই কিছু লুকানোর চেষ্টা করছেন। সেই কারণেই বারবার হাজির এড়াচ্ছেন।

[আরও পড়ুন: বিতর্কের মাঝেই আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ালেন বজরং পুনিয়া-সহ ৫ কুস্তিগির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement