Advertisement
Advertisement
Nirmala Sitharaman

স্বাতীকে হেনস্তায় কেন চুপ কেজরি? প্রশ্ন তুলে সরব নির্মলা সীতারমণ

'প্রতিবাদ তো দূর, নির্লজ্জের মতো বৈভবের সঙ্গে ঘুরছেন কেজরিওয়াল', তোপ নির্মলার।

Arvind Kejriwal should come forward and apologize on Swati Maliwal case, Nirmala Sitharaman raised question
Published by: Amit Kumar Das
  • Posted:May 17, 2024 2:41 pm
  • Updated:May 17, 2024 4:44 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের আপ্তসহায়কের হাতে হেনস্থার শিকার আপ সাংসদ স্বাতী মালিওয়াল । লোকসভা নির্বাচনের মাঝে এই ঘটনায় সরগরম জাতীয় রাজনীতি। ঘটনার ৪ দিন পেরিয়ে গেলেও এই ইস্যুতে একটি শব্দও খরচ করেননি দিল্লির মুখ্যমন্ত্রী। যার জেরেই এবার কেজরির বিরুদ্ধে সরব হলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তিনি বলেন, ‘দলের রাজ্যসভার মহিলা সাংসদের উপর হামলার ঘটনার প্রতিবাদ করা তো দূর। নির্লজ্জের মতো আপ্তসহায়ক বৈভব কুমারের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন কেজরিওয়াল।’

শুক্রবার সাংবাদিক বৈঠক করে অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) বিরুদ্ধে আক্রমণ শানিয়ে নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman) বলেন, “গত ১৩ মে এই হামলার ঘটনা ঘটে মুখ্যমন্ত্রীর বাড়িতে। সেদিন থেকে আজ পর্যন্ত নিজের দলের রাজ্যসভার সাংসদের উপর হামলার ঘটনায় একটি শব্দও খরচ করেননি উনি। মুখ্যমন্ত্রীর বাড়িতে, মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে তাঁর ডানহাত হিসেবে পরিচিত বৈভব কুমার আপের মহিলা সাংসদ তথা মহিলা কমিশনের প্রাক্তন সভাপতিকে মারধর করলেন, মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের উচিৎ এই ঘটনায় প্রকাশ্যে ক্ষমা চাওয়া।”

Advertisement

[আরও পড়ুন: স্কুল থেকে উদ্ধার তিন বছরের শিশুর দেহ, বিক্ষোভে অগ্নিগর্ভ পাটনা]

এদিকে হামলার ঘটনায় দিল্লি পুলিশের কাছে স্বাতী (Swati Maliwal) অভিযোগ জানিয়েছেন, গত ১৩ মে কেজরির সঙ্গে দেখা করতে তাঁর বাসভবনে গিয়েছিলেন। সেখানেই আচমকা স্বাতীর উপরে চড়াও হন মুখ্যমন্ত্রীর আপ্তসহায়ক। এফআইআরে বলা হয়েছে, বসার ঘরে অপেক্ষা করছিলেন স্বাতী। কোনও কারণ ছাড়াই তাঁর সঙ্গে বচসা শুরু করেন বৈভব। সাত-আটবার স্বাতীর গালে চড় কষিয়ে দেন। মারধরের জন্য মাটিতে পড়ে যান স্বাতী। সেই অবস্থায় বুকে ও পেটে লাথি মারেন মুখ্যমন্ত্রীর আপ্তসহায়ক। বেশ কয়েকবার লাঠি দিয়েও মারা হয় স্বাতীকে। জানা গিয়েছে, ঘটনার সময়ে ঋতুস্রাব চলছিল আপ সাংসদের। সেই কথা বললেও বৈভবের মার থামেনি। হেনস্তার সময়ে বারবার সাহায্যের জন্য চিৎকার করলেও সাড়া মেলেনি বলে জানিয়েছেন স্বাতী।

[আরও পড়ুন: ১০ বছরে কেন একবারও সাংবাদিক সম্মেলন করেননি? অবশেষে উত্তর দিলেন মোদি]

বৃহস্পতিবার এফআইআর দায়ের করার পরে দিল্লি মহিলা কমিশনের প্রাক্তন প্রধানের মেডিক্যাল চেক আপ করানো হয়। সেই রিপোর্টে বলা হয়, স্বাতীর মুখে একাধিক আঘাতের প্রমাণ মিলেছে। অন্যদিকে, এই ঘটনায় সুর চড়িয়েছে জাতীয় মহিলা কমিশন। সংস্থার প্রধান রেখা শর্মার দাবি, অভিযুক্ত বৈভবকেই সমর্থন করছেন কেজরিওয়াল। বৈভবের খোঁজে ইতিমধ্যে তল্লাশি শুরু করেছে দিল্লি পুলিশ। সূত্রের খবর, কেজরিওয়ালের সঙ্গে পাঞ্জাবে ভোটপ্রচারে ব্যস্ত বৈভব। তবে শনিবারের মধ্যে তাঁর খোঁজ না মিললে মহিলা কমিশনের সদস্যরা বৈভবের বাড়িতে হানা দেবেন।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement