Advertisement
Advertisement
Arvind Kejriwal

‘কংগ্রেসের সঙ্গে দাম্পত্য বেশিদিন স্থায়ী হবে না’, ফল ঘোষণার আগেই ‘বিচ্ছেদে’র ইঙ্গিত কেজরির

আপ এবং কংগ্রেস লোকসভা নির্বাচনে দিল্লি, গোয়া সহ পাঁচ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে কংগ্রেসের সঙ্গে জোট করেছে আপ।

Arvind Kejriwal says not in a 'permanent marriage' with Congress
Published by: Subhajit Mandal
  • Posted:May 29, 2024 9:31 pm
  • Updated:May 29, 2024 9:31 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লক্ষ্য বিজেপিকে হারানো। লোকসভা নির্বাচনে পারস্পারিক বৈরিতা ভুলে এক ছাতার তলায় এসেছে আপ এবং কংগ্রেস। কিন্তু পরস্পর-বিরোধী এই দুই দলের এই ‘দাম্পত্য’ বেশিদিন স্থায়ী নয়। সাফ জানিয়ে দিলেন আপ সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। স্পষ্ট করে দিলেন, দ্রুত বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন তাঁরা।

আপ এবং কংগ্রেস লোকসভা নির্বাচনে (Lok Sabha 2024) দিল্লি, গোয়া সহ পাঁচ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে কংগ্রেসের সঙ্গে জোট করেছে আপ। জোট সূত্র অনুযায়ী, নিজের খাসতালুক দিল্লিতেই কেজরিওয়ালের আপ লড়ছে ৭টির মধ্যে চার আসনে। হরিয়ানায় একটি, গুজরাটে দুটি আসনে লড়ছে আপ। গোয়া, চণ্ডীগড়ে আপ কোনও আসনে লড়ছে না। মজার কথা হল, এই জোটের বাইরে পাঞ্জাবে আবার আপ এবং কংগ্রেস সম্মুখসমরে।

Advertisement

[আরও পড়ুন: শত্রুর বুকে ভয় ধরিয়ে রাডার বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ, আরও শক্তিশালী ভারত]

আপ এবং কংগ্রেসের (Congress) এই জোট নিয়ে বহু কটাক্ষ করছে বিরোধীরা। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ প্রসঙ্গে আপ সুপ্রিমো স্পষ্ট করে দিয়েছেন, “কংগ্রেস এবং আপের এই যে দাম্পত্য, সেটা চিরকালীন নয়। এই সম্পর্ক শীঘ্রই শেষ হবে। আমাদের একমাত্র লক্ষ্য বিজেপির স্বৈরাচার এবং গুন্ডামির বিরুদ্ধে লড়াই করা।” কেজরির সাফ কথা, “এই মুহূর্তে দেশ বাঁচানোটা দরকার। বিজেপিকে হারাতে যেখানে যেখানে জোট দরকার সেখানে সেখানে আমরা জোট করে লড়ছি।” পাঞ্জাবে কেন জোট করলেন না? আপ (AAP) সুপ্রিমোর সাফ কথা, “পাঞ্জাবে বিজেপির অস্তিত্ব নেই। সেখানে লড়াই করার জন্য জোট বাঁধার দরকার নেই।”

[আরও পড়ুন: পৃথিবীর সর্বোচ্চ তাপমাত্রার চেয়ে ৪.৪ ডিগ্রি কম, তপ্ত রেকর্ড গড়েই স্বস্তির বৃষ্টি দিল্লিতে]

কংগ্রেসের দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করেই আপের জন্ম। একসময় সোনিয়া গান্ধীর গ্রেপ্তারির দাবিতে সরব হয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্তদের যে তালিকা তিনি তৈরি করেছিলেন, তাতে নাম ছিল রাহুল গান্ধীরও। অথচ সেই গান্ধী পরিবারের সঙ্গেই এখন ঘর করছে আপ। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement