সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েকদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের উদ্দেশ্যে নিজের ক্ষোভ উগরে দিয়েছিলেন৷ বলেছিলেন, দেশের সর্বাধিক দুর্নীতিগ্রস্ত মানুষরাই সাংবাদিকতার পেশায় জড়িত৷ ট্রাম্পের এই বক্তব্যের কিছুদিনের মধ্যেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও সেই একই বক্তব্য রাখলেন৷ দেশের সাংবাদিকদের তিনি ‘দালাল’ আখ্যা দিলেন৷ সম্প্রতি টুইটে সাংবাদিকদের বিরুদ্ধে এই মন্তব্য করেন কেজরি৷
পাঞ্জাব নির্বাচনের আগে একটি নির্দিষ্ট সংবাদমাধ্যমের সমীক্ষায় প্রকাশ, নির্বাচনে জিতবে বিজেপি এবং আকালি দল৷ আর এই ঘটনার ফলেই বেজায় চটেছেন কেজরি৷ টুইট করে বলেছেন, “সাংবাদিকদের বেশে বেশ কিছু দালাল ঘুরে বেড়াচ্ছেন৷ এঁদের আসল রূপ জনসাধারণের কাছে প্রকাশ করার সময় এসে গিয়েছে৷”
पत्रकार की खाल में कुछ दलाल घूम रहे हैं। समय आ गया है अब इनका नाम लेकर जनता में इनकी पोल खोलने का(2/2) pic.twitter.com/gZfbEWGkCY
— Arvind Kejriwal (@ArvindKejriwal) January 29, 2017
क्या ये सर्वे बिना पैसे खाए हो सकता है? ये तो बेशर्मी की हद है। अनुराधा प्रसाद जी, कितने पैसे मिले आपको, देश जानना चाहता है?(1/2) pic.twitter.com/zYWJeD6T9J
— Arvind Kejriwal (@ArvindKejriwal) January 29, 2017
এতেই থেমে নেই কেজরি৷ সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, সাংবাদিকরা একে অপরের বন্ধু হন৷ আর তাই এক বন্ধু দুর্নীতির সঙ্গে জড়িত থাকলে বাকিরা তাঁর আসল রূপ মানুষের কাছে প্রকাশ করে না৷ বরং দুর্নীতিগ্রস্ত ব্যক্তিটি বিপদে পড়লে তাঁকে বাঁচাতেই ঝাঁপিয়ে পড়েন বাকিরা৷ সাংবাদিকদের দুর্নীতিগ্রস্ত বলার পাশাপাশি কেজরি বলেন, বর্তমানে সাংবাদিকের কলমও বিক্রি হয়৷ ক্ষমতাশালী ব্যক্তিরা টাকা দিয়ে খবর তৈরি করে বলেও অভিযোগ আম আদমি পার্টির সুপ্রিমোর৷
समय आ गया जब मीडिया के भ्रष्टाचार पर खुल के चर्चा हो, नाम ले ले कर चर्चा हो, किसके पास कितनी सम्पत्ति है, किसका पैसा किस चैनल में लगा है
— Arvind Kejriwal (@ArvindKejriwal) January 30, 2017
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.