Advertisement
Advertisement

Breaking News

Arvind Kejriwal

কেজরির বিরুদ্ধে ১০০ কোটির দুর্নীতির প্রমাণ আছে, দাবি ইডির, বাড়ল হেফাজতের মেয়াদ

আদালতে কেজরির আইনজীবী দাবি করেন, কেজরিওয়ালকে এখনও পর্যন্ত কোনও মামলাতেই অভিযুক্ত হিসাবে দেখানো হয়নি। চার্জশিটে তাঁকে দেখানো হয়েছে শুধু সাক্ষী হিসাবেই।

Arvind Kejriwal's judicial custody extended till July 3

ফাইল ছবি।

Published by: Subhajit Mandal
  • Posted:June 19, 2024 3:40 pm
  • Updated:June 19, 2024 5:12 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের(Arvind Kejriwal) বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ বাড়ল আগামী ৩ জুলাই পর্যন্ত। বুধবার কেজরির জামিন মামলায় দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্ট দিল্লির মুখ্যমন্ত্রীর হেফাজতের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এদিন আদালতে ইডি দাবি করেছে, আবগারি দুর্নীতিতে কেজরির বিরুদ্ধে ১০০ কোটির দুর্নীতির প্রমাণ রয়েছে তাঁদের হাতে।

উল্লেখ্য, গত ২১ মার্চ আবগারি মামলায় দুর্নীতির অভিযোগে কেজরিওয়ালকে নিজেদের হেফাজতে নিয়েছিল ইডি (ED)। সপ্তাহদুয়েক পরে তাঁকে পাঠানো হয় তিহাড় জেলে। ইডির গ্রেপ্তারির বিরোধিতা করে শীর্ষ আদালতে মামলা করেন দিল্লির মুখ্যমন্ত্রী। তাঁর আইনজীবীদের দাবি ছিল, নির্বাচনী প্রচার থেকে কেজরিকে আটকাতেই ইচ্ছাকৃতভাবে জেলে পাঠানো হয়েছে। এর পরই গত ১০ মে কেজরিকে ২১ দিনের অন্তর্বর্তী জামিন দেয় সুপ্রিম কোর্ট। অর্থাৎ ১ জুন নির্বাচনের ফল বেরনোর দিন অবধি অন্তর্বর্তী জামিন দেয় শীর্ষ আদালত। এরপর ২ জুন আত্মসমর্পণ করেন কেজরি।

Advertisement

[আরও পড়ুন: রামমন্দিরে চলল গুলি! মৃত SSF জাওয়ান, অযোধ্যায় ব্যাপক আতঙ্ক]

এর মধ্যে অবশ্য কেজরি জামিনের মেয়াদ বাড়ানোর জন্য শীর্ষ আদালতে আবেদন করেন। কিন্তু সুপ্রিম কোর্ট সেই আবেদন শুনতেই রাজি হয়নি। মামলাটি নিম্ন আদালতে পাঠিয়ে দেওয়া হয়। বুধবার নিম্ন আদালতেও জামিন পেলেন না দিল্লির মুখ্যমন্ত্রী। এদিন আদালতে কেজরির আইনজীবী দাবি করেন, কেজরিওয়ালকে এখনও পর্যন্ত কোনও মামলাতেই অভিযুক্ত হিসাবে দেখানো হয়নি। চার্জশিটে তাঁকে দেখানো হয়েছে শুধু সাক্ষী হিসাবেই। তাই অবিলম্বে জামিন পাওয়া উচিত কেজরির।

[আরও পড়ুন: ক্যানসারে স্ত্রীর মৃত্যুতে শোকে মুহ্যমান, হাসপাতালেই আত্মঘাতী অসমের স্বরাষ্ট্র সচিব]

পালটা ইডি দাবি করে, আবগারি দুর্নীতি মামলায় কেজরির বিরুদ্ধে ১০০ কোটি টাকার ঘুষ চাওয়ার প্রমাণ তাঁদের হাতে রয়েছে। এ নিয়ে আরও তদন্তের প্রয়োজন। সওয়াল জবাব শেষে দিল্লির মুখ্যমন্ত্রীর জামিনের আবেদন খারিজ করে দেয় রাউজ অ্যাভিনিউ কোর্ট। ৩ জুলাই পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতেই থাকতে হবে তাঁকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement