সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে বেআইনি ভাবে সমন পাঠানো হয়েছে। আবগারি মামলায় ইডির তলবের বিরুদ্ধে এভাবেই তোপ দাগলেন অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) । বৃহস্পতিবার তাঁকে হাজিরা দেওয়ার জন্য নোটিস পাঠায় ইডি। তবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দপ্তরে যাননি তিনি। বরং ইডির নোটিসকেই কাঠগড়ায় তুলেছেন দিল্লির মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, নভেম্বর মাসেও একই মামলায় ইডির তলব এড়িয়ে গিয়েছিলেন কেজরি।
২১ ডিসেম্বর হাজিরা দেওয়ার জন্য আপ নেতাকে নোটিস দেয় ইডি (ED)। ঠিক তার আগের দিনই জন্য বিপাসন সেশনে যোগ দিতে যান অরবিন্দ কেজরিওয়াল। জানা গিয়েছে, ১০ দিনের জন্য এই সেশন চলবে। পুরো সময়টাই সেখানে থাকবেন দিল্লির মুখ্যমন্ত্রী। তিনি যে বৃহস্পতিবার ইডির তলবে সাড়া দেবেন না, সেটাও ধরেই নিয়েছিল ওয়াকিবহাল মহল। তবে বৃহস্পতিবার হাজিরা না দিলেও ইডিকে কার্যত একহাত নিলেন কেজরি।
আম আদমি পার্টির (AAP) দাবি, প্রতি বছরই বিপাসনায় যোগ দেন দিল্লির মুখ্যমন্ত্রী। বেছে বেছে ওই সময়েই তলব করা হয়েছে তাঁকে। সূত্রের খবর, ইডির নয়া সমনকে রাজনৈতিক প্রতিহিংসা বলে মনে করছেন কেজরি। বেআইনিভাবেই সমন পাঠানো হয়েছে তাঁকে। হাজিরা না দিলেও ইডিকে জবাব পাঠিয়েছেন কেজরি। সেখানেই জানিয়েছেন, রাজনৈতিক উদ্দেশ্য সাধনেই বেআইনি সমন পাঠানো হয়েছে। ইডির উচিত ছিল এই সমন না পাঠানো।
কেজরির মতে, তাঁর কোনও কাজই লুকিয়ে রাখার দরকার নেই। কারণ স্বচ্ছভাবে সততার সঙ্গে সারা জীবন কাটিয়েছেন তিনি। ইডির সমন প্রসঙ্গে আইনি পদক্ষেপ করছে দল, এমনটাই জানা গিয়েছে আপ সূত্রে। সাংসদ রাঘব চাড্ডার (Raghav Chadha) মতে, সকলেই জানেন প্রতি বছর বিপাসনায় যোগ দেন কেজরি। তা সত্ত্বেও ওই সময়ে তাঁকে সমন পাঠানো হল কেন?
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.