Advertisement
Advertisement

Breaking News

Arvind Kejriwal

সরকারি বাংলো ছাড়লেন কেজরিওয়াল, আপ সুপ্রিমোর নতুন ঠিকানা কোথায়?

মুখ্যমন্ত্রিত্ব ছাড়ার পরই দিল্লির সিভিল লাইন্‌‌স এলাকায় মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবন ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি।

Arvind Kejriwal leaves CM residence today
Published by: Subhajit Mandal
  • Posted:October 4, 2024 1:52 pm
  • Updated:October 4, 2024 2:12 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগেই মুখ্যমন্ত্রীর চেয়ার ছেড়েছিলেন। এবার দিল্লির সরকারি বাংলোও ছাড়লেন মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল(Arvind Kejriwal)। আপাতত লুটিয়েন্স দিল্লির ৫ নম্বর ফিরোজশাহবাদের   বাংলোর নতুন ঠিকানায় বাসা বাঁধবেন তিনি। দিল্লি বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে ফিরলে তবেই মুখ্যমন্ত্রীর বাসভবনে ফিরবেন। জানিয়েছেন কেজরি।

দিল্লির মুখ্যমন্ত্রী পদে বসে গত সাড়ে ৯ বছর সরকারি বাসভবনেই ছিলেন কেজরিওয়াল। মুখ্যমন্ত্রিত্ব ছাড়ার পরই দিল্লির সিভিল লাইন্‌‌স এলাকায় মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবন ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি। এত দিন যাবৎ পাওয়া যাবতীয় সরকারি সুবিধাও। শুক্রবার সকালে সিভিল লাইন্‌‌স এলাকার বাড়ি ছেড়ে কেজরি চলে গিয়েছেন লুটিয়েন্স দিল্লির ৫ নম্বর বাংলোয়। ওই বাংলোটি পাঞ্জাবের এক আপ সাংসদের নামে বরাদ্দ। এই বাংলোটি আপের সদর দপ্তরের কাছাকাছি। ফলে সুবিধাই হবে আপ সুপ্রিমোর।

Advertisement

আবগারি দুর্নীতি মামলায় জেলমুক্তির পরই দিল্লির মুখ্যমন্ত্রী পদ ছাড়ার সিদ্ধান্ত ঘোষণা করেন কেজরিওয়াল। প্রথম জনসভা থেকেই দিল্লির তৎকালীন মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, “যতদিন না মানুষ আবার আমাকে নির্বাচিত করে আনছে ততদিন মুখ্যমন্ত্রীর চেয়ারে বসব না। আমি প্রত্যেকটা মানুষের বাড়িতে যাব। রাস্তায় যাব। কিন্তু মানুষের রায় না পাওয়া পর্যন্ত মুখ্যমন্ত্রীর পদে বসব না।”

ওই ঘোষণামতোই গত ১৭ সেপ্টেম্বর দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন আপ প্রধান। তাঁর পরিবর্তে মুখ্যমন্ত্রী পদে বসেন অতিশী। তাৎপর্যপূর্ণভাবে অতিশী কেজরিওয়ালের চেয়ার ফাঁকা রেখে পাশের আসনে বসে সরকারি কাজকর্ম দেখছেন। কেজরিওয়াল আপাতত নিজেকে সাধারণ মানুষের ‘সেবক’ হিসাবে তুলে ধরার চেষ্টা করছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement