Advertisement
Advertisement

Breaking News

Arvind Kejriwal

দিল্লি হারিয়ে শান্তির খোঁজে পাঞ্জাবে কেজরি! কনভয়ে ট্রাম্পকে টপকে কটূক্তির মুখে আপ প্রধান

স্বাতী মালিওয়ালের খোঁচার জবাবে এখনও চুপ কেজরি।

Arvind Kejriwal in Punjab for Vipassana, slammed for convoy
Published by: Biswadip Dey
  • Posted:March 5, 2025 2:05 pm
  • Updated:March 5, 2025 2:05 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বাতী মালিওয়ালের সঙ্গে আপের দূরত্ব ক্রমেই বাড়ছে। এবার ফের কেজরিকে তোপ দাগলেন তিনি। একসময় আপের টিকিটেই রাজ্যসভায় গিয়েছিলেন তিনি। এবার সেই আপের সুপ্রিমোর বিরুদ্ধেই খোঁচা দিতে দেখা গেল তাঁকে। এই মুহূর্তে পাঞ্জাবে গিয়েছে অরবিন্দ কেজরিওয়াল। আর সেখানে তাঁর কনভয় দেখে স্বাতীর খোঁচা, ”এ তো ডোনাল্ড ট্রাম্পের চেয়েও বড়!”

Advertisement

বুধবার পাঞ্জাবে গিয়েছেন সস্ত্রীক কেজরি। তিনি ও তাঁর স্ত্রী সুনীতা হোশিয়ারপুরের ধম্ম ধ্বজা বিপাসনা সেন্টারের ধ্যানশিবিরে যোগ দিয়েছেন। আর সেখানেই তাঁকে শিকার হতে হল স্বাতীর খোঁচার। জানা যাচ্ছে, বৃহস্পতিবার রাতে শতাধিক পুলিশকর্মী বেষ্টিত হয়ে বুলেটপ্রুফ গাড়িতে হোশিয়ারপুর থেকে ১৪ কিমি পথ পেরিয়ে রেস্টহাউসে যান কেজরি।

এরপরই স্বাতী মালিওয়াল এক্স হ্যান্ডলে লেখেন, ‘যে পাঞ্জাবের মানুষ এত ভালোবাসল তাঁদের এত ভয় কেন কেজরিওয়াল? গোটা পৃথিবীকে ভিআইপি কালচার সরিয়ে দিতে সরব কেজরিওয়াল আজ নিজেই ডোনাল্ড ট্রাম্পের থেকে বেশি নিরাপত্তা নিয়ে ঘুরছেন!’

কয়েকদিন আগে লুধিয়ানা পশ্চিম কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী হিসাবে সঞ্জীব অরোরার নাম ঘোষণা করেছে আম আদমি পার্টি। তিনি বর্তমানে আপের রাজ্যসভার সাংসদ। রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, সঞ্জীবের শূন্যস্থানে রাজ্যসভার ঘুরপথে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে সংসদে ফেরাতে চাইছে দল। যদিও আপ নেতা নীল গর্গের দাবি কেজরিকে রাজ্যসভায় আনার বিষয়টি বিরোধী দলগুলির অপপ্রচার। এখনও পর্যন্ত লুধিয়ানা উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেনি নির্বাচন কমিশন। অনুমান করা হচ্ছে, চলতি বছরে নভেম্বর মাসে বিহার বিধানসভা ভোটের সঙ্গে লুধিয়ানায় উপনির্বাচন হতে চলেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement