Advertisement
Advertisement

আবারও প্রকাশ্যে আপ এবং কংগ্রেসের কাজিয়া, ফের প্রশ্নে INDIA জোটের ভবিষ্যৎ

কংগ্রেস শাসিত ছত্তিশগড়কে এবার পাখির চোখ করেছে আপ।

Arvind Kejriwal has taken a swipe at its INDIA bloc partner Congress | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:August 19, 2023 6:51 pm
  • Updated:August 19, 2023 6:58 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চুলোয় জোট বার্তা! ফের প্রকাশ্যে কোন্দল শুরু করে দিল দিল্লির শাসকদল আম আদমি পার্টি, কংগ্রেস। খোদ অরবিন্দ কেজরিওয়াল ছত্তিশগড়ে গিয়ে সেরাজ্যের শিক্ষাব্যবস্থা নিয়ে বিঁধলেন কংগ্রেসকেই (Congress)। তাতে খাপ্পা কংগ্রেস প্রশ্ন তুলে দিল, আপ আদমি পার্টির উদ্দেশ্য নিয়েই।

আসলে কংগ্রেস শাসিত ছত্তিশগড়ে এ বছরই বিধানসভা ভোট। এবার সেরাজ্যে জোরকদমে ঝাঁপাচ্ছে কেজরিওয়ালের (Arvind Kejriwal) দল। শনিবার নিজে ভোটপ্রচারে রায়পুর যান দিল্লির মুখ্যমন্ত্রী। সেখানে তিনি দাবি করেন, কংগ্রেস শাসিত ছত্তিশগড়ের সরকারি স্কুলগুলির অবস্থা জঘন্য। দিল্লির স্কুলগুলির দিকে তাকান। আপনাদের আত্মীয় কেউ দিল্লিতে থাকলে, তাঁদের প্রশ্ন করুন। জানতে পারবেন, দিল্লির সরকারি স্কুলগুলি কত উন্নত। স্বাধীনতার পর প্রথমবার কোনও সরকার স্কুলশিক্ষায় এত খরচ করেছে।

Advertisement

[আরও পড়ুন: ‘একটু কমিয়ে দিতে বলুন না’, মহিলার আবেদনে অবাক ফিরহাদ]

দিল্লির স্কুলের সঙ্গে ছত্তিশগড়ের স্কুলের তুলনা স্বাভাবিকভাবেই ভালভাবে নিচ্ছে না কংগ্রেস (Congress)। দলের বর্ষীয়ান মুখপাত্র পবন খেরার প্রশ্ন,”দিল্লির স্কুলের সঙ্গে ছত্তিশগড়ের স্কুলের তুলনা কেন? ছত্তিশগড়ের তুলনা করতে হলে আগের বিজেপি সরকারের সঙ্গে করুন। আগে একেকেটা স্কুলে ১০ টা শ্রেণিতে একজন করে শিক্ষক ছিলেন। বহু স্কুল বন্ধ করে দিয়েছে বিজেপি। সেগুলির সঙ্গে করুন।” পবন খেরার প্রশ্ন,”ছত্তিশগড়ে কংগ্রেস সরকার তো ভাল কাজ করছে। কেজরিওয়ালের ওখানে যাওয়ার দরকারটা কী?” পালটা দিল্লির মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন কংগ্রেস নেতা। তিনি বলছেন,”কেজরিওয়ালকে যদি তুলনা করতে হয়, তাহলে আগের কংগ্রেস সরকারের সঙ্গে নিজের তুলনা করুন। যে কোনও সেক্টর নিয়ে তর্কে আমরা রাজি।”

[আরও পড়ুন: লোকসভা নির্বাচনের আগেই কমবে পেট্রল-ডিজেলের দাম? জবাব দিলেন মন্ত্রী]

উল্লেখ্য, বিরোধী INDIA দু’টি বৈঠক ইতিমধ্যেই হয়েছে। তৃতীয় বৈঠক হপ্তাখানেক বাদেই। যতবার বৈঠক হয়, ততবার বলা হয়, বিজেপির বিরুদ্ধে সব বিরোধী দল ঐক্যবদ্ধ। অথচ, INDIA জোটের শরিকরা এখনও নিজেদের খোয়েখেয়ি বন্ধ হচ্ছে না। স্বাভাবিকভাবেই, এই জোটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement