Advertisement
Advertisement
Arvind Kejriwal

‘১৩০ কোটি মানুষের এটাই ইচ্ছা’, নোটে লক্ষ্মী-গণেশের ছবির দাবিতে ফের মোদিকে চিঠি কেজরির

এদিকে নোটে মোদির ছবি ছাপার দাবি জানিয়েছেন মহারাষ্ট্রের এক বিজেপি নেতা।

Arvind Kejriwal doubled his demand that currency notes carry pictures of Goddess Lakshmi and Lord Ganesh | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:October 28, 2022 12:19 pm
  • Updated:October 28, 2022 12:19 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঈশ্বরের আশীর্বাদ পেতে ভারতীয় টাকায় লক্ষ্মী-গণেশের ছবি চাই-ই। হাজার সমালোচনার পরও নিজের দাবিতে অনড় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) ফের চিঠি দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। কেজরির বক্তব্য ভারতের ১৩০ কোটি মানুষই চাইছেন টাকায় থাক দেবতাদের ছবি। একমাত্র দেবতার আশীর্বাদ পেলেই দেশের অর্থনীতির দুর্দশা ঘুচবে।

শুক্রবার সকালে মোদিকে লেখা দ্বিতীয় চিঠিটি টুইট করেছেন আপ (AAP) সুপ্রিমো। হিন্দিতে লেখা চিঠিটিতে কেজরি বলছেন,”দেশের ১৩০ কোটি মানুষের ইচ্ছা, ভারতীয় মুদ্রার একপাশে গান্ধীজির ছবি থাক, আরেক পাশে থাক লক্ষ্মী-গণেশের ছবি। আজ ভারতের অর্থনীতি সবচেয়ে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। স্বাধীনতার ৭৫ বছর পরও আমাদের গরিব উন্নয়নশীল দেশের মধ্যে ধরা হয়।” কেজরি বলছেন, ‘এ কথা ঠিক যে অর্থনীতি শুধরোতে গেলে নাগরিকদের পরিশ্রম করতে হবে। কিন্তু একই সঙ্গে আমাদের ঈশ্বরের আশীর্বাদও প্রয়োজন। তাহলেই আমাদের চেষ্টার ফল মিলবে।”

Advertisement

[আরও পড়ুন: ‘দেশে কর্মসংস্থান সংকট সত্যিই আশঙ্কাজনক’, উদ্বিগ্ন রঘুরাম রাজন]

কেজরির দাবি, তাঁর এই নতুন প্রস্তাবে মানুষ ভীষণ উৎসাহী। সাধারণ নাগরিকরাই চাইছেন দ্রুত এই প্রস্তাব কার্যকর হোক। একই সঙ্গে তিনি বলছেন, রাতারাতি সব নোট বদলে ফেলতে তিনি চাইছেন না। অন্তত প্রতিমাসে যে নতুন নোটগুলি রিজার্ভ ব্যাংক ছাপে, সেগুলিতে লক্ষ্মী-গণেশের ছবি থাক।

[আরও পড়ুন: ‘শেষপাতে জোটেনি রসগোল্লা’, রক্তারক্তি কাণ্ড বিয়েবাড়িতে, মৃত ১]

এদিকে কেজরির এই প্রস্তাব নিয়ে রাজনৈতিক বিতর্ক তীব্র হচ্ছে। মহারাষ্ট্রের এক বিজেপি (BJP) নেতা সরাসরিই দাবি তুলেছেন যে টাকার নোটে ছত্রপতি শিবাজির ছবি চাই। আরেক বিজেপি নেতা রাম কদম (Ram Kadam) আবার বলছেন, “টাকার নোটে শিবাজি মহারাজ, আম্বেদকর, ভি ডি সাভারকর এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি রাখতে হবে। তিনি টুইটারে চার ব‌্যক্তিত্বের ছবি-সহ ৫০০ টাকার চারটি ‘ফটোশপড’ নোটের ছবি পোস্ট করে লিখেছেন, ‘অখণ্ড ভারত, নয়া ভারত…মহান ভারত…জয় শ্রীরাম…জয় মাতাদি’। সেই সঙ্গে অরবিন্দ কেজরিওয়ালের সমালোচনা করে তিনি বলেন, তঁার দাবি প্রকৃত হলে তা গ্রহণ করা যেতে পারে। কিন্তু মুশকিল হল শুধুমাত্র নির্বাচনের সময়েই তাঁদের হিন্দু দেব-দেবীর কথা মনে পড়ে।”

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement