সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুর্নীতি বিরোধী স্বচ্ছ্ব ভাবমূর্তিতে আগেই দাগ লেগেছে। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে দুর্নীতির দায়ে বিদ্ধ হয়ে জেলও খাটতে হয়েছে। সে অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নাকি সত্যি সেটা প্রমাণ সাপেক্ষ। তবে এসবের মধ্যেই জানা গেল আপ সুপ্রিমোর সম্পত্তির পরিমাণ। নির্বাচনী হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী, দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী কোটিপতি। তবে তাঁর চেয়ে সম্পত্তি বেশি স্ত্রী সুনীতা কেজরিওয়ালের।
কেজরিওয়ালের নির্বাচনী হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী, তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১.৭৩ কোটি টাকার। যা ২০২০ সালের তুলনায় সামান্য বেশি। ওই হলফনামা অনুযায়ী, আপ সুপ্রিমোর হাতে নগদ রয়েছে ৫০ হাজার টাকা। ব্যাঙ্কে রয়েছে ২.৯৬ লক্ষ টাকা। ওই হলফনামা অনুযায়ী দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ৭০ লক্ষ টাকা। তবে তাঁর নিজের বাড়ি বা গাড়ি কিছুই নেই। তাঁর আয়ের মূল উৎস মুখ্যমন্ত্রী এবং বিধায়ক হিসাবে পাওয়া বেতন। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ১৪টি ফৌজদারি মামলা রয়েছে।
কেজরির তুলনায় তাঁর স্ত্রী সুনীতা কেজরিওয়ালের সম্পত্তি সামান্য বেশি। সুনীতার মোট অস্থাবর সম্পত্তি ১ কোটি টাকার। তাঁর হাতে নগদ রয়েছে ৩২ হাজার টাকা। তাঁর মোট স্থাবর সম্পত্তি ১.৫ কোটি টাকার। সুনীতার নামে গুরুগ্রামে একটি বাড়ি রয়েছে। একটি গাড়িও রয়েছে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রীর। তাঁর গয়নার মূল্য ২৫ লক্ষেরও বেশি। সব মিলিয়ে ২০২৫-এ কেজরিওয়াল পরিবারের সম্পত্তি ৪.২৩ কোটির। ২০২০ সালে সেটা ছিল ৩.৪ কোটি টাকা। ২০১৫ সালে ওই সম্পত্তির পরিমাণ ২.১ কোটি টাকার। অর্থাৎ কেজরিওয়ালের সম্পত্তি বৃদ্ধির ধারাবাহিকতা বজায় রয়েছে। রাতারাতি বিরাট অঙ্কে সম্পত্তি বাড়েনি।
দিল্লি বিধানসভা নির্বাচনে এবার নয়াদিল্লি আসন থেকে লড়ছেন কেজরিওয়াল। তবে তাঁর লড়াই কঠিন। তাঁর বিরুদ্ধে কংগ্রেস প্রার্থী করেছে প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের ছেলে সন্দীপ দীক্ষিতকে। বিজেপির প্রার্থী প্রাক্তন সাংসদ প্রবেশ বর্মা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.