ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লি বিধানসভা ভোটের দামামা বাজিয়ে দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। বৃহস্পতিবার দলের কেন্দ্রীয় কোর কমিটির বৈঠক শেষে আপের তরফে ১১ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়। মুখ্যমন্ত্রী পদপ্রার্থী যে কেজরিই, এদিন তাও স্পষ্ট করা হয়।
বছর ঘুরলেই দিল্লি বিধানসভার ভোট (Delhi Assembly Election)। যদিও এখনও দিনক্ষণ ঘোষণা করেনি কমিশন। তার আগে এদিন আচমকাই দিল্লি বিধানসভা নির্বাচনের জন্য ১১ জন প্রার্থীর নাম ঘোষণা করে দিল আম আদমি পার্টি। ১১ আসনের মধ্যে তিনটিতে দলের বিধায়কদের টিকিট দেয়নি আপ। সেখানে বিজেপি ও কংগ্রেস থেকে আসা প্রাক্তন বিধায়ক কিংবা সাংসদকে প্রার্থী করেছে আম আদমি পার্টি। বিজেপির অভিযোগ, কেজরির বিরুদ্ধে চলমান আন্দোলন থেকে দৃষ্টি ঘোরাতেই আচমকা প্রার্থী তালিকা প্রকাশ করল আম আদমি পার্টি। প্রাক্তন মুখ্যমন্ত্রী বাড়ির জন্য কোটি কোটি টাকা খরচ করেছেন বলে অভিযোগ তুলে বিজেপি আন্দোলন শুরু করেছে। বৃহস্পতিবার তারা বড় জমায়েত করে কেজরির বাড়ির সামনে। তিনি আর আম আদমির নেতা নন, প্রচার শুরু করেছে পদ্ম শিবির।
বোঝাই যাচ্ছে, বিধানসভা ভোটে কেজরির ঠাটবাট অন্যতম ইস্যু করতে চলেছে বিজেপি। এদিকে, আপের প্রথম সারির নেতা তথা প্রাক্তন মন্ত্রী সত্যেন্দ্র জৈন বৃহস্পতিবারই বলেছেন, বিধানসভা ভোটে অরবিন্দ কেজরিওয়ালই আপের মুখ্যমন্ত্রী মুখ হিসাবে লড়াই করবেন। দল ক্ষমতায় ফিরলে ফের তিনিই মুখ্যমন্ত্রী হবেন। সরে যাবেন বর্তমান মুখ্যমন্ত্রী অতিশী। সত্যেন্দ্র জৈনের কথায়, কেজরি জনতার রায় নেবেন বলে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে গিয়েছেন। নিজে বিপুল ভোটে জিতে এবং দলকে জিতিয়ে এনে তিনি প্রমাণ করে দেবেন, আবগারি দুর্নীতি এক বানানো গল্প এবং দিল্লিবাসী বিশ্বাস করেন না যে তিনি দুর্নীতি করেছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.