ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দ্রুত জেলমুক্তির আশা ক্রমেই কমছে অরবিন্দ কেজরিওয়ালের। বুধবার আবারও তাঁর জেল হেফাজতের মেয়াদ বৃদ্ধি করল দিল্লির রাউস অ্যাভেনিউ কোর্ট। আবগারি মামলায় তাঁকে ১২ জুলাই পর্যন্ত জেল হেফাজতে পাঠিয়েছেন বিচারক। এছাড়াও জেলে নিজের চিকিৎসার সময়ে স্ত্রী সুনীতার উপস্থিতি চেয়ে আদালতে আবেদন করেছিলেন আপ সুপ্রিমো। সেই আবেদনের রায়দান স্থগিত রেখেছে আদালত।
ইডির গ্রেপ্তারিতে কেজরির (Arvind Kejriwal) জামিন মঞ্জুর করেছিল এই আদালত। কিন্তু সেই নির্দেশে স্থগিতাদেশ দেয় দিল্লি হাই কোর্ট। তার পরে সেই জামিন বাতিল করে দিল নিম্ন আদালত। বুধবার রাউস অ্যাভেনিউ কোর্ট জানিয়ে দেয়, আবগারি মামলায় আগামী ১২ জুলাই পর্যন্ত জেল হেফাজতেই থাকবেন দিল্লির মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, ইডির পরে এই মামলায় কেজরিকে গ্রেপ্তার করেছে সিবিআইও (CBI)। তাদের আবেদনে ইতিমধ্যেই আপ সুপ্রিমোকে ১২ জুলাই পর্যন্ত জেল হেফাজতে পাঠিয়েছিল আদালত।
এদিন আদালতে কেজরি আরও আবেদন করেন, জেলে যখন এইমসের চিকিৎসকরা তাঁর স্বাস্থ্যপরীক্ষা করবেন সেই সময়ে যেন স্ত্রী সুনীতাকে উপস্থিত থাকার অনুমতি দেওয়া হয়। তবে সেই আবেদন এখনও নাকচ করেনি আদালত। আপাতত রায়দান স্থগিত রেখেছেন বিচারক। এই বিষয়ে আগামী ৬ জুলাই রায় দেবে আদালত। ইডি-সিবিআই দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আবেদনেই জেলবন্দি থাকবেন আপ সুপ্রিমো। ফলে তাঁর দ্রুত মুক্তি আপাতত বিশ বাঁও জলে।
গত ২১ মার্চ আবগারি দুর্নীতির অভিযোগে কেজরিওয়ালকে নিজেদের হেফাজতে নিয়েছিল ইডি (ED)। সপ্তাহদুয়েক পরে তাঁকে পাঠানো হয় তিহাড় জেলে। পরে সুপ্রিম নির্দেশে ২১ দিনের অন্তর্বর্তীকালীন জামিন পান তিনি। জামিনের মেয়াদ বাড়ানোর জন্য শীর্ষ আদালতে আবেদন করেন। কিন্তু সুপ্রিম কোর্ট সেই আবেদন শুনতেই রাজি হয়নি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.