Advertisement
Advertisement

 মুখ্যমন্ত্রী থাকাকালীন ঘুষ নিয়েছিলেন মোদি, বিস্ফোরক দাবি কেজরির

সম্প্রতি মোদির বিরুদ্ধে এ অভিযোগ এনেছেন অরবিন্দ কেজরিওয়াল৷

Arvind Kejriwal accuses PM Modi For Taking Bribe
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 16, 2016 9:19 am
  • Updated:November 16, 2016 9:19 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কালো টাকা রোখার অভিযানে নেমেছেন তিনি৷ ধনকুবেরদের রাতের ঘুম কেড়ে নিয়েছে তাঁর নোট বাতিলের সিদ্ধান্ত৷ গরিব মানুষকে বরং দিয়েছে স্বস্তির দিন৷ অন্তত প্রধানমন্ত্রীর দাবি এমনই৷ সেই তাঁর বিরুদ্ধেই এবার উঠল ঘুষ নেওয়ার অভিযোগ৷ সম্প্রতি মোদির বিরুদ্ধে এ অভিযোগ এনেছেন অরবিন্দ কেজরিওয়াল৷

নোট বাতিল ইস্যুতে বিরোধীরা এক ছাতার তলায় আসতে পারেনি৷ কিন্তু তাতে অবশ্য বিরোধিতায় খামতি নেই৷ এবার তাই মোদির বিরুদ্ধে তোপ দেগে কেজরি সামনে আনলেন অতীতের এক ঘুষকাণ্ড৷ তাঁর অভিযোগ, গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন ঘুষ নিয়েছিলেন মোদি৷ ২০১৩ সালে আয়কর দফতর হানা দেয় আদিত্য বিড়লা গ্রুপের এক্সিকিউটিভ শুভেন্দু অমিতাভের বাড়িতে৷ তাঁর ল্যাপটপ, ফোনের তথ্য খতিয়ে দেখেন অফিসাররা৷ আর তখনই প্রাপ্ত নথি থেকে জানা যায়, গুজরাত মুখ্যমন্ত্রীকে ২৫ কোটি টাকা দেওয়া হয়েছিল৷ এ থেকে একটা মোটা অঙ্ক মোদির নিজের কাছে গিয়েছিল বলেও অভিযোগ কেজরির৷

Advertisement

শীতকালীন অধিবেশনে এই ইস্যুতে প্রধানমন্ত্রীর নোট বাতিলের সিদ্ধান্তের বিরোধিতায় সরব হবে বিরোধীরা৷ সেক্ষেত্রে আপের হাতিয়ার হতে চলেছে এই ঘুষকাণ্ডই৷ পুরনো তথ্য টেনে এনে কেজরি জানান, সে সময় কেন্দ্রে ছিল কংগ্রেস সরকার৷  কংগ্রেস ও বিজেপির মধ্যে এ ব্যাপারে পারস্পরিক বোঝাপোড়া ছিল বলেও দাবি তাঁর৷ সেইসঙ্গে তিনি জানান, যতই কালো টাকার কথা বলা হোক, আসলে কিছু কর্পোরেট বন্ধুর সুবিধা করে দিতেই এ পদক্ষেপ করেছেন মোদি৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement