সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়স মাত্র ৪৪। এরই মধ্যে তৃতীয়বার অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন পেমা খাণ্ডু। একটা সময় তিনি ছিলেন কংগ্রেসে (Congress)। এর পর বিজেপিতে যোগ দিয়েও দুবার মুখ্যমন্ত্রী হলেন।
১৯ এপ্রিল প্রথম দফা লোকসভা নির্বাচন ছিল। সে দিনই উত্তর-পূর্ব ভারতের দুই রাজ্যে অরুণাচল ও সিকিমে বিধানসভায় ভোটগ্রহণ হয়। অরুণাচলে (Arunachal Pradesh) মোট ৬০টি আসন। ম্যাজিক ফিগার ৩১। অর্থাৎ সরকার গঠন করতে হলে অন্তত ৩১ আসনে জয় প্রয়োজনে। এর মধ্যে ১০টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পায় বিজেপি। বাকি ৫০ আসনে ভোট হয়। সব মিলিয়ে ৬০ আসনের মধ্যে ৪৫টি যায় বিজেপির দখলে। মুখ্যমন্ত্রী নির্বাচিত হন খাণ্ডু।
বৃহস্পতিবার তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন পেমা। তাঁর সঙ্গে উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন চৌমা মেইন। তিনিও দ্বিতীয়বার উত্তর-পূর্বের রাজ্যটির উপমুখ্যমন্ত্রী হলেন তিনি। এদিন শপথ নিয়েছেন রাজ্যের ১১ জন মন্ত্রীও। তাঁদের শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল কে টি পটনায়েক। উপস্থিত ছিলেন জেপি নাড্ডা, অমিত শাহ, কিরেন রিজিজু, হিমন্ত বিশ্বশর্মার মতো সিনিয়র বিজেপি নেতারা।
এই পেমা খাণ্ডু (Pema Khandu) ২০১৬ সালে প্রথমবার মুখ্যমন্ত্রী হন। একটা সময় ছিলেন কংগ্রেসে। তাঁর নেতৃত্বেই অরুণাচল কংগ্রেসের গোটা বিধায়ক দল কার্যত একসঙ্গে বিজেপিতে যোগ দেন। দু-একজন বিধায়ক ছাড়া হাত শিবির কার্যত শূন্য হয়ে যায়। তারপর থেকেই অরুণাচলের রাজনীতিতে দাপট দেখাচ্ছে বিজেপি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.