Advertisement
Advertisement
Arun Kumar

ব্যাপক রদবদল, RSS ও BJP’র সমন্বয়ের গুরুদায়িত্ব পেলেন অরুণকুমার

সংঘের প্রচার প্রমুখের দায়িত্ব পালনের পাশাপাশি নতুন এই গুরুদায়িত্ব পালন করবেন তিনি। 

Arun Kumar has designated Sah Sarkaryawah as Sampark Adhikari । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:July 12, 2021 12:20 pm
  • Updated:July 12, 2021 4:11 pm  

স্টাফ রিপোর্টার: রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS) ও বিজেপির (BJP) সমন্বয়ের দায়িত্ব থেকে সরে গেলেন কৃষ্ণগোপাল। তাঁর জায়গায় গেরুয়া শিবিরের গুরুত্বপূর্ণ এই দায়িত্বভার পেলেন অরুণকুমার (Arun Kumar)। সংঘের প্রচার প্রমুখের দায়িত্ব পালনের পাশাপাশি নতুন এই গুরুদায়িত্ব পালন করবেন তিনি। 

[আরও পড়ুন: রথযাত্রা এবারও ভক্তহীন, কোভিড আবহে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর]

সূত্রের খবর, কৃষ্ণগোপালের শারীরিক অবস্থা বিশেষ ভাল নয়। তাই তিনি দায়িত্ব থেকে সরে গেলেন। গুরুত্বপূর্ণ পরিবর্তন বাংলা তথা পূর্ব ভারতে সংঘের সংগঠনেও। এখানে ক্ষেত্রীয় প্রচারক পদ থেকে অখিল ভারতীয়-সহ সম্পর্ক প্রমুখের দায়িত্বে নিয়ে যাওয়া হল প্রদীপ যোশীকে। তাঁর নতুন কর্মস্থল চন্ডীগড়। পূর্ব ভারতের নতুন ক্ষেত্র প্রচারক হলেন রমাপদ পাল। তাঁর জায়গায় সহ ক্ষেত্র প্রচারক হলেন জলধর মাহাতো, ছিলেন দক্ষিণবঙ্গ প্রান্ত প্রচারকের দায়িত্বে। দক্ষিণবঙ্গের সহ প্রান্ত প্রচারক থেকে প্রান্ত প্রচারক পদে উন্নীত হলেন প্রশান্ত ভট্ট। মধ্যপ্রদেশের চিত্রকূটে সংঘের অখিল ভারতীয় প্রান্ত প্রচারক বৈঠকের তৃতীয় দিনের শেষে রবিবার গৃহীত হয়েছে এই সিদ্ধান্ত। জানা গিয়েছে, প্রতি বছরই এই বৈঠক হয়। বৈঠকে ছিলেন সংঘ প্রধান মোহন ভগবত, দত্তাত্রেয় হসবলে-সহ আরএসএসের আরও গুরুত্বপূর্ণ সদস্যরা। আগামী বছরেই উত্তরপ্রদেশ-সহ একাধিক রাজ্যে নির্বাচন। তার আগে রণকৌশল নিয়ে ওই বৈঠকে আলোচনা হয় বলেই শোনা গিয়েছে। ভোটের আগে এই রদবদল যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। 

[আরও পড়ুন: COVID-19: সপ্তাহখানেক পর ফের দৈনিক সংক্রমণ ৪০ হাজারের নিচে, কমল মৃত্যুও

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement