সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অশান্ত উপত্যকায় গিয়েই জওয়ানদের আত্মবিশ্বাস কয়েকগুণ বাড়িয়ে দিলেন সদ্য দায়িত্বপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলি৷ বললেন, নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে হামলা হলেই উপযুক্ত জবাব দিক ভারতীয় সেনা৷ সন্ত্রাসের প্রশ্নে কাউকে ছাড় নয়৷ উপত্যকার মাটিতে পা রেখেই এমন ইঙ্গিত দিলেন জেটলি৷
[চিনকে ‘চুপ’ করাতে ভারতের হাতে ১৫৫ এমএম আল্ট্রা-লাইট হাউৎজার কামান]
বিগত কয়েকদিন ধরে লাগাতার যুদ্ধবিরতি লঙ্ঘন করে চলেছে পাকিস্তান৷ বিচ্ছিন্নতাবাদীদের মাধ্যমে সাধারণ মানুষকেও ভুল বুঝিয়ে চলেছে৷ বিএসএফ হেড কনস্টেবল প্রেমসাগর ও সেনার হেড কনস্টেবল পরমজিৎ সিংয়ের মুণ্ডচ্ছেদের ঘটনা এখনও টাটকা৷ এর মধ্যেই কিছুদিন আগেই তরুণ লেফটেন্যান্ট উমর ফৈয়াজের নির্মম হতাকাণ্ডের ঘটনা উপত্যকার অসন্তোষ আরও বাড়িয়ে দিয়েছে৷ এমন অবস্থায় জেটলির উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাওয়াই পেয়ে ফের চাঙ্গা কাশ্মীরে নিযুক্ত জওয়ানরা৷ তবে জঙ্গিদের যোগ্য জবাব দেওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষের যেন ক্ষতি না হয়৷ সে কথাও সেনাকে মাথায় রাখতে বলেছেন জেটলি৷
J&K: Defence Minister Jaitley reviewed security situation in Valley, apprised of measures to strengthen counter infiltration grid along LoC pic.twitter.com/zEUMPYl88t
— ANI (@ANI_news) May 17, 2017
বৃহস্পতিবার উপত্যকায় পৌঁছেই কাশ্মীরের পরিস্থিতি নিয়ে প্রশাসনের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন অরুণ জেটলি৷ উপস্থিত ছিলেন সেনা প্রধান বিপিন রাওয়াত ও সদ্য নিযুক্ত প্রতিরক্ষা সচিব অমিত মিত্র৷ যুদ্ধবিরতি লঙ্ঘনের পাশাপাশি জঙ্গি অনুপ্রবেশ, বিচ্ছিন্নতাবাদীদের উসকানি ও বিক্ষোভকারীদের পাথর ছোড়ার ঘটনাগুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়৷ দিনের পর দিন ভারতীয় জওয়ানরা সীমান্তে পড়ে থেকে দেশের নিরপত্তা যেভাবে সুনিশ্চিত করছেন, তাঁর ভূয়সী প্রশংসা করেন প্রতিরক্ষামন্ত্রী৷
[ভেঙে পড়ল WhatsApp পরিষেবা, চলতি মাসে এই নিয়ে দ্বিতীয়বার]
প্রতিরক্ষার পাশাপাশি অর্থমন্ত্রকের দায়িত্বও তাঁরই কাঁধে৷ তাই উপত্যকার এই সফরে জিএসটি নিয়ে বৈঠকও সারবেন অরুণ জেটলি৷ দেখা করবেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির সঙ্গেও৷ শোনা যাচ্ছে, কাশ্মীরে পরিস্থিতি নিয়ন্ত্রণের কৌশল নিয়ে বিস্তারিত কথা হবে দু’জনের মধ্যে৷
[প্রয়াত প্রখ্যাত অভিনেত্রী রীমা লাগু]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.