Advertisement
Advertisement

সীমান্ত পেরিয়ে হামলা হলে যোগ্য জবাব দিক সেনা, মন্তব্য জেটলির

সন্ত্রাসের প্রশ্নে কাউকে ছাড় নয়!!!

Arun Jaitley asked forces to deal firmly with misadventure from across LoC
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 18, 2017 4:54 am
  • Updated:August 12, 2021 5:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অশান্ত উপত্যকায় গিয়েই জওয়ানদের আত্মবিশ্বাস কয়েকগুণ বাড়িয়ে দিলেন সদ্য দায়িত্বপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলি৷ বললেন, নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে হামলা হলেই উপযুক্ত জবাব দিক ভারতীয় সেনা৷ সন্ত্রাসের প্রশ্নে কাউকে ছাড় নয়৷ উপত্যকার মাটিতে পা রেখেই এমন ইঙ্গিত দিলেন জেটলি৷

[চিনকে ‘চুপ’ করাতে ভারতের হাতে ১৫৫ এমএম আল্ট্রা-লাইট হাউৎজার কামান]

Advertisement

বিগত কয়েকদিন ধরে লাগাতার যুদ্ধবিরতি লঙ্ঘন করে চলেছে পাকিস্তান৷ বিচ্ছিন্নতাবাদীদের মাধ্যমে সাধারণ মানুষকেও ভুল বুঝিয়ে চলেছে৷ বিএসএফ হেড কনস্টেবল প্রেমসাগর ও সেনার হেড কনস্টেবল পরমজিৎ সিংয়ের মুণ্ডচ্ছেদের ঘটনা এখনও টাটকা৷ এর মধ্যেই কিছুদিন আগেই তরুণ লেফটেন্যান্ট উমর ফৈয়াজের নির্মম হতাকাণ্ডের ঘটনা উপত্যকার অসন্তোষ আরও বাড়িয়ে দিয়েছে৷ এমন অবস্থায় জেটলির উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাওয়াই পেয়ে ফের চাঙ্গা কাশ্মীরে নিযুক্ত জওয়ানরা৷ তবে জঙ্গিদের যোগ্য জবাব দেওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষের যেন ক্ষতি না হয়৷ সে কথাও সেনাকে মাথায় রাখতে বলেছেন জেটলি৷

বৃহস্পতিবার উপত্যকায় পৌঁছেই কাশ্মীরের পরিস্থিতি নিয়ে প্রশাসনের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন অরুণ জেটলি৷ উপস্থিত ছিলেন সেনা প্রধান বিপিন রাওয়াত ও সদ্য নিযুক্ত প্রতিরক্ষা সচিব অমিত মিত্র৷ যুদ্ধবিরতি লঙ্ঘনের পাশাপাশি জঙ্গি অনুপ্রবেশ, বিচ্ছিন্নতাবাদীদের উসকানি ও বিক্ষোভকারীদের পাথর ছোড়ার ঘটনাগুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়৷ দিনের পর দিন ভারতীয় জওয়ানরা সীমান্তে পড়ে থেকে দেশের নিরপত্তা যেভাবে সুনিশ্চিত করছেন, তাঁর ভূয়সী প্রশংসা করেন প্রতিরক্ষামন্ত্রী৷

[ভেঙে পড়ল WhatsApp পরিষেবা, চলতি মাসে এই নিয়ে দ্বিতীয়বার]

প্রতিরক্ষার পাশাপাশি অর্থমন্ত্রকের দায়িত্বও তাঁরই কাঁধে৷ তাই উপত্যকার এই সফরে জিএসটি নিয়ে বৈঠকও সারবেন অরুণ জেটলি৷ দেখা করবেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির সঙ্গেও৷ শোনা যাচ্ছে, কাশ্মীরে পরিস্থিতি নিয়ন্ত্রণের কৌশল নিয়ে বিস্তারিত কথা হবে দু’জনের মধ্যে

[প্রয়াত প্রখ্যাত অভিনেত্রী রীমা লাগু]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement