সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাণিজ্য ঘাটতি কমাতে আমদানিতে রাশ টানতে চাইছে কেন্দ্রীয় সরকার। তেলের দামের লাগাতার বৃদ্ধি, টাকার ক্রমাগত পতনের ফলে দেশের বাণিজ্য ঘাটতি ক্রমশ বেড়ে চলেছে। বাণিজ্য ঘাটতি বাড়ায় টাকার দাম আরও পড়ছে। যার জেরে অভ্যন্তরীণ বাজারে রোজ বাড়ছে পেট্রেল ও ডিজেলের দাম। ভোটের আগে এই পরিস্থিতি সামাল দিতে উচ্চপর্যায়ের সমীক্ষা বৈঠক শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
[সকালে দরজি রাতে খুনি, ৩০ জনকে মেরেও নির্লিপ্ত এই সিরিয়াল কিলার]
শুক্রবারের বৈঠকে মোদি কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি, রিজার্ভ ব্যাংকের গভর্নর উর্জিত প্যাটেল, ডেপুটি গভর্নর, অর্থসচিব হাসমুখ আধিয়া এবং অর্থনৈতিক সচিব সুভাষ চন্দ্র গর্গ-সহ অর্থমন্ত্রক এবং প্রধানমন্ত্রীর দপ্তরের কর্তাদের সঙ্গে কথা বলেন। বৈঠকের পর কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি জানান, বৈঠকে রিজার্ভ ব্যাংকের গভর্নর উর্জিত প্যাটেল বর্তমান বিশ্বঅর্থনীতির পরিস্থিতি নিয়ে বিশদ উপস্থাপনা দেন। আন্তর্জাতিক নানা বিষয় কীভাবে ভারতীয় অর্থনীতির উপর প্রভাব ফেলতে পারে, সে বিষয়েও নানা তথ্য দিয়েছেন প্যাটেল। এরপর বৈঠকে ঠিক হয়েছে, জরুরি নয়, এমন সব পণ্যের আমদানির ক্ষেত্রে রাশ টানা হবে। তবে কোন কোন পণ্য আমদানি সরকার বন্ধ করতে চাইছে, সে ব্যাপারে জেটলি বিস্তারিত কিছু বলতে চাননি।
অর্থমন্ত্রী জানান, এই বিষয়ে পরে সিদ্ধান্ত হবে। আমদানিতে রাশ টানার সঙ্গে সঙ্গে উৎসাহ দেওয়া হবে রপ্তানিতে। আমদানি কমিয়ে রপ্তানি বাড়িয়ে বাণিজ্য ঘাটতি দূর করাই এখন সরকারের লক্ষ্য বলে জেটলি উল্লেখ করেন। অর্থমন্ত্রক সূত্রে খবর, শনিবারও বৈঠক চলতে পারে। সেখানে দেশের প্রথম সারির অর্থনীতিবিদদের থাকার সম্ভাবনা। উল্লেখ্য, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বৃদ্ধি ও তুরস্কের টালমাটাল অবস্থার প্রভাব পড়েছে ভারতের অর্থনীতিতে। মার্কিন ডলারের তুলনায় লাগাতার কমছে টাকার মূল্য। ক্রমাগত বাড়ছে বাণিজ্যিক ঘাটতি। এদিকে আসন্ন লোকসভা নির্বাচন। সব মিলিয়ে প্রবল চাপে রয়েছে মোদি সরকার। তাই বিশেষজ্ঞরা মনে করছেন বেশ কিছু কড়া পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র।
[পণপ্রথা আইনের অপব্যবহার রুখতে নয়া নির্দেশিকা সুপ্রিম কোর্টের]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.