সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুরুতর অসুস্থ অরুণ জেটলি৷ শ্বাসকষ্টের সমস্যার কারণে শুক্রবার তাঁকে ভরতি করা হয়েছে নয়াদিল্লির এইমসে৷ সূত্রের খবর, প্রাক্তন অর্থমন্ত্রীকে দেখতে এইমসে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন৷ এইমসে গিয়েছেন লোকসভার স্পিকার ওম বিড়লাও৷
[ আরও পড়ুন: মহার্ঘ হচ্ছে রেলযাত্রা, ই-টিকিটে ফিরছে সার্ভিস চার্জ]
জানা গিয়েছে, কয়েক বছর ধরেই শারীরিক সমস্যায় ভুগছেন অরুণ জেটলি৷ ২০১৮ থেকে কিডনি সমস্যা থেকে ভুগতে থাকেন তিনি৷ ডায়ালিসিস শুরু হয়৷ কিডনি প্রতিস্থাপনও হয়৷ তারপর ধরা পড়ে ক্যানসার৷ এরপরই চিকিৎসার কারণে তিনি পাড়ি দেন আমেরিকায়৷ সেজন্যই ফেব্রুয়ারি মাসে অর্থমন্ত্রী হয়েও প্রথম মোদি সরকারের অন্তর্বর্তী বাজেট পেশ করতে দেখা যায়নি তাঁকে৷ তাঁর দায়িত্ব পালন করেন পীযূষ গোয়েল৷ এমনকী, দ্বিতীয়বার মোদির সরকার ক্ষমতায় ফিরলে এবার মন্ত্রিত্বের দৌড় থেকে সড়ে দাঁড়ান বিজেপির এই বর্ষীয়ান নেতা৷ দলের হয়ে কাজ করার ইচ্ছাপ্রকাশ করেন তিনি৷
[ আরও পড়ুন: সিনেমাকে হার মানাল বাস্তব! কুখ্যাত গ্যাংস্টারকে বিয়ে করে উধাও মহিলা কনস্টেবল ]
সূত্রের খবর, শুক্রবার সকালে হঠাৎ করেই শ্বাসকষ্টের সমস্যা অনুভব করেন অরুণ জেটলি৷ সঙ্গে সঙ্গে এইমসে ভরতি করা হয় তাঁকে৷ হাসপাতাল সূত্রে খবর, কার্ডিওলজি বিভাগে ভরতি করা হয়েছে তাঁকে। স্নায়ুরোগ বিশেষজ্ঞরাও তাঁকে দেখছেন। যদিও তাঁর ঘনিষ্ঠ মহল থেকে বলা হচ্ছে, পরিস্থিতি তেমন জটিলতার কিছু নেই। কেবলমাত্র চেক আপের জন্যে তাঁর এবারের হাসপাতাল যাত্রা। তবে ইতিমধ্যে বিজেপি নেতা-মন্ত্রীদের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ৷
Delhi: Prime Minister Narendra Modi arrives at All India Institute of Medical Sciences (AIIMS) where Former Finance Minister Arun Jaitley has been admitted pic.twitter.com/nW91PEEl25
— ANI (@ANI) August 9, 2019
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.