Advertisement
Advertisement

Breaking News

বিশ্বের দীর্ঘতম বুদ্ধ মূর্তি গড়তে শ্রীলঙ্কার পথে বালুশিল্পী সুদর্শন

নয়া নজির গড়তে প্রস্তুত সুদর্শন।

Artist Sudarshan Pattnaik to create longest sand Buddha in Colombo
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 7, 2017 4:10 pm
  • Updated:May 7, 2017 6:55 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর ঝুলি পুরস্কারে ভরা। নিজের প্রতিভা প্রদর্শন করে বিশ্ব রেকর্ডও গড়ে ফেলেছেন। এবার আরও এক নয়া নজির গড়তে চলেছেন সুদর্শন পট্টনায়ক। মাদার টেরেসার সন্ত হওয়ার মুহূর্ত হোক কিংবা ওলিম্পিকে ভারতের পদক জয়, বালুশিল্পী সুদর্শনের হাতের ছোঁয়ায় সমুদ্র সৈকতে সবই জীবন্ত হয়ে উঠেছে। তাঁর শিল্পে কখনও ধরা পড়ে প্রশংসার কাহিনি তো কখনও ব্যর্থতার গ্লানি। তাঁর অনন্য কীর্তির জন্য এবার তিনি ডাক পেলেন শ্রীলঙ্কা থেকে।

[যে ফতোয়া দেবে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক, আবেদন সোনুর]

সুদর্শন জানিয়েছেন, আগামী ১০ মে কলম্বোতে ১৪ তম আন্তর্জাতিক ভেসক দিবস সেলিব্রেট করতে চলেছে শ্রীলঙ্কা সরকার। তার জন্য কলম্বোর ভারতীয় দূতাবাস থেকে আমন্ত্রণ জানানো হয়েছে তাঁকে। সেখানে বিশ্বের দীর্ঘতম বালির বুদ্ধ তৈরি করে বিশ্বকে তাক লাগাতে চলেছেন তিনি। শ্রীলঙ্কা পাড়ি দেওয়ার আগে সুদর্শন জানান, দ্বীপরাষ্ট্রের সংসদ ভবনের সামনে দীর্ঘতম বুদ্ধ মূর্তি বানানোর পরিকল্পনা রয়েছে তাঁর। যার দৈর্ঘ্য হবে ৫০ ফুট। আগামী বুধবার থেকে শুরু হতে চলা অনুষ্ঠান চলবে টানা পাঁচ দিন। তবে সুদর্শন তাঁর দলের বুদ্ধ মূর্তি গড়ার কাজ শুরু করে দেবেন আগামিকাল অর্থাৎ সোমবার থেকেই।

Advertisement

এর আগে বিশ্বের উচ্চতম বালির দূর্গ বানিয়ে গিনেসবুকে নাম তুলেছিলেন ওড়িশার এই স্বনামধন্য শিল্পী। যার উচ্চতা ৪৮ ফুট ৮ ইঞ্চি। সুদর্শন স্যান্ড আর্ট ইনস্টিটিউটের ৩০ জন ছাত্রকে সঙ্গে নিয়ে পুরীর সমুদ্রসৈকতে এই সুউচ্চ দূর্গটি বানান তিনি। গত বছর আবার বড়দিনে বালি দিয়ে চার দিন ধরে ১,০১০ টি সান্তা ক্লজ তৈরি করে তাক লাগিয়ে দিয়েছিলেন সুদর্শন। সেই কৃতিত্বের জন্য লিমকা রেকর্ড বুকে জায়গা করে নিয়েছিলেন তিনি। ইতিমধ্যেই পদ্মশ্রী সম্মানে ভূষিত বালুশিল্পী এবছর দশম মস্কো বালি আর্ট চ্যাম্পিয়নশিপে সোনার পদক ঝুলিতে ভরেছেন।

[বাংলাদেশের ঝিনাইদহে জঙ্গি ডেরায় অভিযান, নিহত ২]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub