Advertisement
Advertisement
শীর্ষ আদালতের নোটিস কেন্দ্রকে

৩৭০ ইস্যুতে কেন্দ্রকে নোটিস সুপ্রিম কোর্টের, ইয়েচুরিকে কাশ্মীর যাওয়ার অনুমতি

৩৭০ ধারা বিলোপের সিদ্ধান্ত খতিয়ে দেখবে সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ।

Article 370: SC issues notice to Centre, asks for reply in 7 days
Published by: Subhajit Mandal
  • Posted:August 28, 2019 11:50 am
  • Updated:August 28, 2019 12:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাশ্মীর ইস্যুতে ধাক্কা খেল কেন্দ্র। ৩৭০ ধারা বিলোপের বিরোধিতায় করা জনস্বার্থ মামলার ভিত্তিতে কেন্দ্রকে নোটিস পাঠাল সর্বোচ্চ আদালত। সেই সঙ্গে জানিয়ে দেওয়া হল, অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ এই মামলার শুনানি হবে।কাশ্মীরে নিষেধাজ্ঞা জারি এবং সংবাদমাধ্যমের উপর নিয়ন্ত্রণ নিয়ে কেন্দ্রের জবাব চেয়েছে শীর্ষ আদালত। আগামী ৭ দিনের মধ্যে এই নোটিসের জবাব দিতে হবে কেন্দ্রকে। অন্যদিকে, কাশ্মীরে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিকে।দলের বিধায়ক ওয়াই এস তারিগামির সঙ্গে দেখা করতে পারবেন তিনি।

[আরও পড়ুন: কাশ্মীর ইস্যুতে রাহুলের মন্তব্যকে হাতিয়ার করে রাষ্ট্রসংঘে নালিশ পাকিস্তানের!]

কাশ্মীরের ৩৭০ ধারা বিলোপের বিরোধিতা এবং নাগরিক অধিকারে হস্তক্ষেপের অভিযোগ তুলে বেশ কয়েকটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। মামলা দায়ের করেছিলেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, কাশ্মীরের এক আইনের ছাত্র, অনুরাধা বাহসিন নামের এক সাংবাদিক-সহ বেশ কয়েকজন। এদিন, এই মামলাগুলির শুনানির সময় ঘোষণা করল সর্বোচ্চ আদালত। কেন্দ্রের ৩৭০ ধারা বিলোপের সিদ্ধান্ত খতিয়ে দেখার জন্য পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ গঠন করা হবে বলে জানিয়ে দিলেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। অক্টোবরের শুরু থেকে মামলার শুনানি হবে। শীর্ষ আদালতের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছিলেন, সরকার পক্ষের হয়ে সওয়াল করা সলিসিটর জেনারেল তুষার মেহতা এবং অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপাল। কিন্তু সেই আবেদন উপেক্ষা করে কেন্দ্র এবং জম্মু ও কাশ্মীর সরকারকে নোটিস পাঠিয়েছে সর্বোচ্চ আদালত। যা কেন্দ্রের জন্য ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে।

Advertisement

[আরও পড়ুন: বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগের জের, নিখোঁজ ছাত্রী]

অন্যদিকে, সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুর কাশ্মীরে যেতে বাধা দেওয়ার সিদ্ধান্তের বিরোধিতা করে মামলা করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে সীতারাম ইয়েচুরি এবং এক আইনের ছাত্রকে উপত্যকায় যাওয়ার অনুমতি দিল শীর্ষ আদালত। তবে ইয়েচুরিকে জানিয়ে দেওয়া হয়েছে, তিনি শুধু কাশ্মীরে গিয়ে নিজের সহকর্মী ওয়াই এস তারিগামির সঙ্গে দেখা করতে পারবেন। কোনওরকম রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারবেন না। অন্যদিকে, জম্মু কাশ্মীরের সংবাদমাধ্যমের উপর সরকারের হস্তক্ষেপের প্রতিবাদে মামলা করেছিলেন আইনজীবী অনুরাধা বাহসিন। তাঁর মামলার প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট কেন্দ্রকে নোটিসও পাঠিয়েছে। সাত দিনের মধ্যে কেন্দ্র এবং জম্মু ও কাশ্মীর সরকারের জবাব তলব করা হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement