সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে গণ শ্লীলতাহানির ঘটনা৷ অন্যদিকে আবাসিক এলাকাতেই নিগ্রহের শিকার এক তরুণী৷ বেঙ্গালুরুর এ ঘটনার সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে গোটা দেশে৷ বৃহস্পতিবার অভিযুক্ত যুবকদের গ্রেফতার করল পুলিশ৷
নিউ ইয়ার ইভেই ঘটে এই ঘটনা৷ আবাসিক এলাকার মধ্যে দিয়েই হেঁটে ফিরছিলেন এক তরুণী৷ আচমকাই বাইক নিয়ে তাঁর পথ আটকায় দুই যুবক৷ একজন নেমে এসে তরুণীকে জাপটে ধরে৷ শ্লীলতাহানি করতে থাকে তাঁর৷ তরুণী বাধা দিতে গেলে জোর করে তাঁকে টেনে হিঁচড়ে অপর যুবকের কাছে নিয়ে যাওয়া হয়৷ আশেপাশে বেশ কয়েকজন লোক থাকলেও কেউই তরুণীর সাহায্যে এগিয়ে আসেনি৷ ঘটনার ভিডিও ভাইরাল হতেই নড়েচড়ে বসে পুলিশ৷ তদন্তে নেমে পুলিশ জানতে পারে, রীতিমতো পরিকল্পনা করেই এই ঘটনা ঘটানো হয়েছে৷ মূল অভিযুক্ত যুবক পেশায় ডেলিভারি বয়৷ সে পড়াশোনা করে বলেও জানা যাচ্ছে৷ সে ও তার বন্ধুবান্ধবরা ওই তরুণীর বাড়ির কাছাকাছিই থাকত৷ বেশ কিছুদিন ধরেই তরুণীর উপর নজরদারি চালায় তারা৷ তারপরই শ্লীলতাহানির জন্য বর্ষবরণের রাতকে বেছে নেয়৷ ঘটনায় অভিযুক্ত চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ৷
বেঙ্গালুরুর পুলিশ কমিশনার জানাচ্ছেন, তরুণীর সঙ্গে ওই যুবকদের কোনওরকম বন্ধুতা ছিল না৷ স্রেফ কাছকাছি থাকা ছাড়া আর তাঁদের মধ্যে কোনও যোগাযোগ নেই৷ ওই তরুণীকে বেশ কিছু দিন ধরেই নজরে রাখছিল মূল অভিযুক্ত ও তার সঙ্গীরা৷
এদিকে বর্ষবরণের রাতের গণ শ্লীলতাহানির ঘটনায় তোলপাড় গোটা দেশ৷ পুলিশের সামনেই শ্লীলতাহানি হয় অসংখ্য মহিলার৷ তার পাশপাশিই সামনে আসে এ ঘটনাও৷ যে বাড়ির সামনে ঘটনাটি ঘটে সেই বাড়ির মালিকই সিসিটিভি ফুটেজ তুলে দেন৷ আর তাতেই অভিযুক্তদের শনাক্ত করা সহজ হয়৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.