Advertisement
Advertisement

Breaking News

Lalu Prasad Yadav

ফের জেলে যাবেন লালু? ৩০ বছরের পুরনো মামলায় জারি গ্রেপ্তারি পরোয়ানা

লোকসভা নির্বাচনের মুখে অস্বস্তিতে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী।

Arrest warrant issued against the RJD Chief Lalu Prasad Yadav
Published by: Biswadip Dey
  • Posted:April 5, 2024 8:17 pm
  • Updated:April 5, 2024 9:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড়সড় অস্বস্তিতে বিহারের (Bihar) প্রাক্তন মুখ্যমন্ত্রী ও আরজেডি প্রতিষ্ঠাতা লালুপ্রসাদ যাদব (Lalu Prasad Yadav)। তাঁর বিরুদ্ধে জারি হল গ্রেপ্তারি পরোয়ানা। গোয়ালিয়রের এমপি-এমএলএ আদালতে অস্ত্র মামলায় বর্ষীয়ান নেতার বিরুদ্ধে এই পরোয়ানা জারি হল। সামনেই লোকসভা নির্বাচন। তার ঠিক আগে স্বাভাবিক ভাবেই এমন ঘটনায় ধাক্কা খেল লালুর দল।

মামলাটি ২৬ বছরের পুরনো। এই মামলায় ১৯৯৮ সালেই লালুকে ‘ফেরার’ ঘোষণা করা হয়েছিল। ১৯৯৫ থেকে ১৯৯৭ সালের মধ্যে অভিযুক্ত রাজকুমার শর্মা গোয়ালিয়রের তিন সংস্থা থেকে হাতিয়ার ও কার্তুজ কিনেছিলেন বলেই অভিযোগ। ওই অস্ত্র তিনি বিহারে বিক্রি করেন। যাঁরা সেই অস্ত্র কিনেছিলেন তাঁদের মধ্যেই লালুর নামও উঠে এসেছে। সব মিলিয়ে ২২ জন অভিযুক্ত। তাঁদের মধ্যে দুজনের মৃত্যু হলেও পলাতক হিসেবে রয়েছে যে ১৪ জনের নাম তাঁদের মধ্যে অন্যতম লালু।

Advertisement

[আরও পড়ুন: রাজ্যসভার সাংসদ হিসেবে শপথগ্রহণ সোনিয়ার, মজলেন শমীকের বোনের শাড়িতে]

কিন্তু এই মামলার অভিযুক্ত লালুপ্রসাদ বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীই কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। আসলে আদালতের রেকর্ড থেকে বিষয়টির সমাধান করা যাচ্ছিল না। কেননা নথি অনুসারে লালুর বাবার নাম কুন্দ্রিকা সিং। কিন্তু আরজেডি নেতার বাবার নাম কুন্দন রায়। তবে লালুর বাবার নাম স্রেফ ফেরারি পঞ্চনামাতেই ছিল। পুলিশ কোর্টে যে চালান ও অভিযুক্তদের তালিকা পেশ করেছিল সেখানে তা ছিল না। যদিও বাকি অভিযুক্তদের বাবার নাম তো বটেই, শহরের নামও লেখা ছিল। কিন্তু লালুর নাম উঠে আসাতেই মামলাটি এমপি-এমএলএ আদালতে যায়।

পুলিশের দাবি, অভিযুক্ত লালু ও বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী একই ব্যক্তি। আর তাই এবার তাঁর বিরুদ্ধে জারি করা হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। পুলিশ জানিয়েছেন, অনুসন্ধান চালানোর পরই লালুর বিষয়টি নিশ্চিত করা সম্ভব হয়েছে। আর তার পরই গ্রেপ্তারি পরোয়ানা জারি করে লালুকে তলব করেছে আদালত।

[আরও পড়ুন: ‘ভারতের জনতাই নিশ্চিত করবে অবাধ নির্বাচন’, রাষ্ট্রসংঘের উদ্বেগ ওড়ালেন জয়শংকর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement