সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাবরি মসজিদ ধ্বংসের তিন দশক পেরিয়েছে। এতদিন পর কর্নাটকের হুব্বল্লিতে গ্রেপ্তার করা হয়েছে এক করসেবককে। আর এই ঘটনায় কংগ্রেসের বিরুদ্ধে ‘প্রতিহিংসার রাজনীতি’ করার অভিযোগ তুলল বিজেপি। পদ্ম শিবিরের তোপ, ইচ্ছে করেই রামমন্দির উদ্বোধনের সপ্তাহ তিনেক আগে ৩১ বছরের পুরনো মামলায় এই গ্রেপ্তারি। যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া (Siddaramaiah)।
গতকাল, সোমবার গ্রেপ্তার করা হয়েছে শ্রীকান্ত পূজারিকে। এর পরই মঙ্গলবার বিজেপির (BJP) তরফে দলের এক্স হ্যান্ডলে তুলোধনা করা হয়েছে সিদ্দারামাইয়া প্রশাসনকে। তাদের দাবি, ৩১ বছর পুরনো মামলাটি আদ্যন্ত সাজানো। রাম মন্দির (Ram Mandir) উদ্বোধন ঘিরে যখন হিন্দুরা উল্লসিত, সেই সময় শতাব্দীপ্রাচীন দলের এই ‘হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র’ আসলে ‘কাপুরুষোচিত’ আচরণ।
এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। এদিনই সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তাঁকে বলতে শোনা গিয়েছে, ”দোষীদের সঙ্গে কী করা উচিত? তাদের খোলামেলা ভাবে ঘুরতে দেওয়াই কি ঠিক? আমরা পুলিশকে বলেছিলাম, পুরনো মামলাগুলির মীমাংসা করতে। ঘৃণার রাজনীতি আমরা করি না। পুলিশ আদালতের নির্দেশেই যা করার করেছে। নিরপরাধদের গ্রেপ্তার হতে হবে, এমন পদক্ষেপ আমরা কখনওই করি না।”
উল্লেখ্য, ১৯৯২ সালের ৬ ডিসেম্বর অযোধ্যায় ভাঙা হয়েছিল বাবরি মসজিদ। আর সেই ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে শ্রীকান্তর বিরুদ্ধে। আর তা নিয়ে রামমন্দির উদ্বোধনের আগেই নয়া তরজা বিজেপি-কংগ্রেসের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.