Advertisement
Advertisement
Mahakumbh 2025

মহাকুম্ভে নজরদারি হেলিকপ্টারে, পুণ্যার্থীদের সুরক্ষায় নামল এনএসজি, আধাসেনা

মাইকে প্রচারে ত্রিবেণী সঙ্গম যেতে নিষেধ পুণ্যার্থীদের।

Arrangement After Stampede incident in Mahakumbh
Published by: Kishore Ghosh
  • Posted:January 29, 2025 1:32 pm
  • Updated:January 29, 2025 2:05 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মৌনী অমাবস্যার ‘পুণ্যস্নান’ উপলক্ষে লক্ষ লক্ষ মানুষ ভিড় জমিয়েছিল মহাকম্ভে। তার মধ্যে আচমকা হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে তিরিশ জন। এই ঘটনায় বদলে গিয়েছে মহামেলার পরিবেশ। আতঙ্কিত পুণ্যার্থীদের একাংশ দ্রুত প্রয়াগরাজ ছাড়ার সিদ্ধান্ত নিচ্ছেন। যদিও পদপিষ্টের ঘটনার পর পরই উত্তরপ্রদেশ সরকারের তরফে একাধিক পদক্ষেপ করা হয়েছে। সতর্ক প্রশাসন জরুরি বার্তা দিচ্ছে—ত্রিবেণী সঙ্গমের দিকে না গিয়ে কাছাকাছি ঘাটে স্নান করুন। আকাশে ঘুরছে নজরদারি হেলকপ্টার। মেলার মাঠে সতর্ক পাহারায় পৌঁছে গিয়েছে এনএসজি, আধাসেনা।

১৪৪ বছর পর বিরল ত্রিবেণী যোগ পড়েছে মহাকুম্ভে। বুধবার রাতে মৌনী অমাবস্যা উপলক্ষে ছিল দ্বিতীয় ‘শাহি স্নান’। সূত্রের খবর, রাত ২টো নাগাদ সঙ্গমে স্নানের উদ্দেশে জড়ো হয়েছিলেন অসংখ্য পুণ্যার্থী। ১০ হাজারের বেশি মানুষ একসঙ্গে স্নান করতে ভিড় জমান। তখনই ১১ থেকে ১৭ নম্বর খুঁটির মাঝে ভিড়ের চাপে ব্যারিকেড ভেঙে যায়। এর জেরেই এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। পদপিষ্টের ঘটনায় অনেকের মৃত্যুর আশঙ্কা থাকলেও উত্তরপ্রদেশ প্রশাসনের তরফে মৃতের সংখ্যা জানানো হয়নি। যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুর্ঘটনায় মৃতদের পরিবারের উদ্দেশে শোকবার্তা দিয়েছেন। মর্মান্তিক ঘটনায় শোকপ্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

Advertisement

মাঝ রাতে দুর্ঘটনার পরেই দ্রুত শুরু হয় উদ্ধারকাজ। পুলিশ, দমকলের বাহিনীর পাশাপাশি রাজ্য এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী কাজে নামে। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় র‌্যাফ। ইতিমধ্যে মেলার মাঠে পৌঁছে গিয়েছে এনএসজি, আধাসেনা। মাইকে ঘোষণায় পুণ্যার্থীদের ত্রিবেণী সঙ্গমের দিকে যেতে বারণ করা হচ্ছে। পাশাপাশি গুজবে কান দিতে বারণ করছে প্রশাসন। নতুন করে যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেদিকে কড়া নজর রাখছে যোগী সরকার। একই কারণে হেলিকপ্টার উড়ছে মহাকুম্ভের আকাশে।

এদিকে পদপিষ্টের ঘটনার পর হাসপাতালগুলিতে ভিড় করছেন পুণ্যার্থীর। কেউ আহতদের খুঁজছেন। অনেকে সঙ্গীদের খুঁজে না পেয়ে মর্গের বাইরেও ভিড় করছেন। হুড়োহুড়িতে অনেকেই বিচ্ছন্ন হয়ে গিয়েছেন। মাইকে এই সংক্রান্ত ঘোষণা চলছে ক্রমাগত। সব মিলিয়ে  পবিত্র মহাকুম্ভের পরিবেশ বদলে গিয়েছে আতঙ্কের মেলায়। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement