সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইউপিএ জমানায় ৬ বার সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের এই দাবির পর থেকে ভোট মরশুমে রীতিমতো উত্তপ্ত জাতীয় রাজনীতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মনমোহনের দাবি করা সার্জিক্যাল স্ট্রাইককে ভুয়ো বলে দাবি করেছেন। কটাক্ষ করে বলেছেন, ‘‘সার্জিক্যাল স্ট্রাইক কোনও ভিডিও গেম বা পাবজি গেম নয়, যে চাইলেই করে দেওয়া যায়। ইউপিএ জমানায় কোনও স্ট্রাইক হয়ইনি।” মোদির এই কটাক্ষের জবাব দিতে গিয়ে তাঁকে তীব্র আক্রমণ শানাল কংগ্রেস। খোদ কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এদিন সাংবাদিক বৈঠক করে বলেন, ‘‘সেনা কারও ব্যক্তিগত সম্পত্তি নয়। যখন প্রধানমন্ত্রী বলেন ইউপিএ জমানায় ভিডিও গেমে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল, তখন তিনি সেটাই মনে করছেন। কংগ্রেসকে অপমান করতে গিয়ে সেনাকে অপমান করছেন মোদি।”
উল্লেখ্য, দিন দুই আগেই একটি সাক্ষাৎকারে মনমোহন সিং দাবি করেছিলেন,”ইউপিএ জমানাতেও বহু সার্জিক্যাল স্ট্রাইক কয়েছিল, কিন্তু আমরা সেটা প্রচারের কাজে ব্যবহার করিনি। আমাদের কাছে সার্জিক্যাল স্ট্রাইক ছিল কৌশলগত অস্ত্র।” মনমোহনের এই দাবির পরপরই কংগ্রেসের তরফে সাংবাদিক বৈঠক করে ইউপিএ জমানার ৬ বারের সার্জিক্যাল স্ট্রাইকের দিনক্ষণ জানানো হয়। কবে, কোথায় করা হয়েছিল তা জানায় কংগ্রেস। কিন্তু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কংগ্রেসের সেই দাবি খারিজ করে দিয়েছেন। ঘুরিয়ে মনমোহন সিংকে মিথ্যেবাদী বলে দাবি করেছেন তিনি। রাহুল গান্ধী এদিন বলেন, “মোদি সেনার কৃতিত্বকে নিজের কৃতিত্ব বলে চালাতে চাইছেন। সেনা নিজেদের মতো কাজ করে। ভারতীয় সেনা অত্যন্ত সফল নিজেদের কাছে। ৭০ বছর ধরে সাফল্যের সঙ্গে কাজ করে আসছে। ইতিহাস ঘাঁটলেও দেখা যাবে ভারতীয় সেনা কোনও যুদ্ধে হারেনি।”
কংগ্রেস সভাপতি এদিন মাসুদ আজহার প্রসঙ্গেও বিজেপিকে তুলোধনা করেন। তিনি বলেন, “মাসুদ আজহারের কঠোর শাস্তি পাওয়া উচিত। কিন্তু মাসুদকে ছেড়ে দিয়েছিল কে? সন্ত্রাসের কাছে মাথা নত করেছিল কে? কংগ্রেস নয়, বিজেপি।” ‘চৌকিদার চোর’ বলা নিয়ে যাবতীয় বিতর্কেরও অবসান ঘটনা রাহুল। তিনি বলেন, “আমি আগেও বলেছি, এখনও বলছি, চৌকিদারই চোর। আর এটাই সত্যি। ক্ষমা চেয়েছিলাম শুধু সুপ্রিম কোর্টে বিচারাধীন বিষয়ে মন্তব্য করেছিলাম বলে। মোদি বা বিজেপির কাছে ক্ষমা চাইনি।”
Rahul Gandhi: The Army,Air Force or Navy are not personal properties of Narendra Modi ji like he thinks. When he says that surgical strikes during UPA were done in video games then he is not insulting Congress but the Army. pic.twitter.com/wAPPISCXUq
— ANI (@ANI) May 4, 2019
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.